tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
শিক্ষা প্রকাশনার সময়: ২৪ ডিসেম্বর ২০২২, ১৮:৪৫ পিএম

প্রতারকদের হাত থেকে বাঁচতে ঢাকা বোর্ডের সতর্কতা


টপ

শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, পাঠদান, স্বীকৃতি, নবায়ন, কমিটির অনুমোদন, রেজিস্ট্রেশন প্রদানের কথা বলে একটি প্রতারক চক্র অর্থ হাতিয়ে নিচ্ছে। এ চক্র থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) ঢাকা শিক্ষা বোর্ড এ সংক্রান্ত সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।


ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বোর্ডের বিভিন্ন সেবা প্রদানের ক্ষেত্রে বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, পাঠদান, স্বীকৃতি নবায়ন, কমিটি অনুমোদন, রেজিস্ট্রেশন, সনদপত্র, নম্বরপত্র এবং ছাড়পত্র প্রদানের কথা বলে সেবা গ্রহীতার কাছ থেকে প্রতারক চক্র নামে-বেনামে ফোন করে নগদ অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। বোর্ডের সকল কার্যক্রম সম্পন্ন করার জন্য নগদ অর্থ গ্রহণ করা হয় না। শুধুমাত্র সোনালী সেবার মাধ্যমে অনলাইনে ফি গ্রহণ করা হয়। সংশ্লিষ্ট সকলকে নগদ অর্থ লেনদেন না করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়েছে, বোর্ডের এ সব কার্যক্রম অনলাইনে ই-নথির মাধ্যমে সম্পন্ন করা হয়ে থাকে। সেবা গ্রহীতারা নিজ প্রতিষ্ঠানে বসে সকল কার্যক্রম সম্পন্ন করতে পারেন। এতে বোর্ডে আসারও প্রয়োজন হয় না। যদি কোনো প্রতারক চক্র এ ধরনের ফোন করে থাকে তার নাম এবং ফোন নম্বরসহ ঢাকা শিক্ষা বোর্ডের নির্ধারিত ফোন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

এমআই