tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ১৮ ডিসেম্বর ২০২৪, ১৭:০৩ পিএম

কড়াইল বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট


fir_20241218_165312818

রাজধানীর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, বুধবার (১৮ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়েছে।


ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগের সদস্য আনোয়ারুল ইসলাম দোলন বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগ থেকে জানানো হয়েছে, দুপুর সোয়া ৪টায় আগুনের সূত্রপাত হয়। এরপর ৪টা ৩৯ মিনিটে ফার্মগেট থেকে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলের দিকে রওনা হয়। সবশেষ তথ্য অনুযায়ী— এখন পর্যন্ত ৭টি ইউনিট অগ্নিনির্বাপণে কাজ করছে। এছাড়া আরও দুটি ইউনিট পথে রয়েছে।

আনোয়ারুল ইসলাম দোলন বলেন, আমাদের ৭ ইউনিটের ফায়ার ফাইটার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আরও দুই ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। রাস্তায় জ্যাম থাকায় ইউনিটগুলো পৌঁছাতে বেগ পেতে হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকেল সাড়ে ৪টার দিকে বস্তি থেকে ধোয়া উঠতে দেখা গেছে। মুহূর্তের মধ্যে ধাউ ধাউ করে আগুন জ্বলে উঠে। এরপর স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। এরপর ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। স্থানীয়রাও তাদের সহায়তা করছেন।

এনএইচ