tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৩৬ পিএম

কারাবন্দি রুশ সমালোচক নাভালনির মৃত্যুতে ‘শঙ্কিত’ জাতিসংঘ


un

ক্রেমলিন সমালোচক অ্যালেক্সেই নাভালনির কারাগারে মৃত্যুর খবরে জাতিসংঘ ‘শঙ্কিত’।


শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) এমন শঙ্কার কথা বলেছে। আন্তর্জাতিক সংস্থাটি রুশ কর্তৃপক্ষকে ‘নিপীড়ন বন্ধের’ আহ্বান জানিয়েছে। খবর এএফপির।

এক বিবৃতিতে জাতিসংঘের অধিকার কার্যালয়ের মুখপাত্র লিজ থ্রোসেল এসব তথ্য জানিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, ‘রাষ্ট্রীয় জেলে বন্দি অবস্থায় কেউ মারা গেলে ধরে নেওয়া হয়—মৃত্যুর জন্য রাষ্ট্র দায়ী। এই দায় শুধুমাত্র একটি স্বাধীন, নিরপেক্ষ সংস্থার মাধ্যমে পুঙ্খানুপুঙ্খ ও স্বচ্ছ তদন্তের পরই খণ্ডন করা যেতে পারে।

এসএম