রিজভীর নেতৃত্ব ঢাকায় কালো পতাকা মিছিল
Share on:
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে ঢাকায় কালো পতাকা মিছিল হয়েছে।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে রাজধানীর শান্তিনগর বাজার থেকে কাকরাইল সড়ক অভিমুখে মিছিলটি হয়। এ সময় নেতার্কীরা হাতে কালো পতাকা উঁচিয়ে সরকারের পদত্যাগ ও সংসদ বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
দ্বাদশ জাতীয় সংসদ অধিবেশনের প্রথম দিনে রাজধানীতে এই কালো পতাকা মিছিলের কর্মসূচি দিয়েছিল বিএনপিসহ মিত্র দল এবং জোটগুলো। তবে আজ ঢাকা মহানগরীর ৭টি স্থানে কালো পতাকা মিছিলের ঘোষণা দিলেও পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী কোথাও নেতাকর্মীদের দাঁড়াতেই দেয়নি।
রিজভীর নেতৃত্বে কালো পতাকা মিছিলে উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, মৎস্যজীবী দলের সদস্য সচিব মো. আব্দুর রহিম, যুবদলের সহসভাপতি জাকির হোসেন সিদ্দিকী, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুবদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, সহসাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, ছাত্রদলের সাবেক সহসভাপতি তারেক উজ জামান, হুমায়ুন কবির, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নাদিয়া পাঠান পাপন, ছাত্রদল কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ডা. তৌহিদুর রহমান আউয়াল, সহসাংগঠনিক সম্পাদক সাদেক মিয়া, সহসাংস্কৃতিক সম্পাদক জান্নাতুল নওরিন উর্মি, ঢাবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, যুগ্ম সম্পাদক রাজু আহমেদ, ঢাকা কলেজ ছাত্রদলের সহসভাপতি শাহাবুদ্দিন ইমন, ইডেন মহিলা কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দা সুমাইয়া পারভীন, আলিয়া মাদ্রাসার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছানাউল্লাহ্, প্যাব দপ্তর সম্পাদক হাসান, যুবদলের সদস্য মিজানুর রহমান সুমন, মন্জুর রহমান, মৎস্যজীবী দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক পাটোয়ারী, ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক মো. শাহ আলম, তাঁতীদলের কেন্দ্রীয় নেতা মো. জাহাঙ্গীর আলম, রেজাউল করিম, কালাম মাস্টার, জুলহাস, আব্দুল ওয়াদুদ, কামাল হোসেন, শাহজাহান, জসিম, নয়ন, শামীম, জাহিদুল আলম, মৎস্যজীবী দলের কেন্দ্রীয় সদস্য হাজি আনোয়ার হোসেন, ফজলে কাদের সোহেল, জাহিদুল আলম মিলন, এমএজি বাবুল, মতিঝিল থানার সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দীক, মহানগর দক্ষিণের অন্যতম নেতা মো. শাহাদত হোসেন, আনোয়ার হোসেন রিপন, যাত্রাবাড়ী থানার সভাপতি মোহাম্মদ আলী মন্ডল, নাসির মিজি, শেখ ফারিয়া, এমএসটি স্বর্ণা মহানগর রাকিব হাসান, টাঙ্গাইল জেলা ছাত্রদল নেতা আতিকসহ নেতারা।
এমএইচ