tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ১৯ ডিসেম্বর ২০২১, ১৫:২২ পিএম

সেই রুনুকে দিয়েই বুস্টার ডোজ কার্যক্রম শুরু


রনু.jpg

বাংলাদেশে প্রথম করোনা টিকা নেওয়া নার্স রুনু ভেরোনিকা কস্তাকে দিয়েই টিকার বুস্টার ডোজ কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ সরকার।


বাংলাদেশে প্রথম করোনা টিকা নেওয়া নার্স রুনু ভেরোনিকা কস্তাকে দিয়েই টিকার বুস্টার ডোজ কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ সরকার।

আজ রোববার (১৯ ডিসেম্বর) দুপুরে মহাখালীতে বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএসএ) প্রতিষ্ঠানে এ টিকা কার্যক্রমের উদ্বোধন করা হয়।

প্রথমেই এই ডোজ দেয়া হয় রুনু ভেরোনিকাকে। এরপর ষাটোর্ধ্ব শতাধিক ব্যক্তিকে এই ডোজ দেয়া হয়। এর মধ্যে ছিলেন- পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন, আইনমন্ত্রী আনিসুল হক, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম।

বুস্টার ডোজ নেয়া সবাই করোনা মোকাবিলায় সম্মুখসারির যোদ্ধা চিকিৎসক, নার্স, সরকারি কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মী।

উল্লেখ্য, চলতি বছরের ২৭ জানুয়ারি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে দেশের প্রথম ব্যক্তি হিসেবে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকা নেন রুনু বেরুনিকা কস্তা।

এইচএন