tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
অপরাধ প্রকাশনার সময়: ২৫ ডিসেম্বর ২০২১, ১০:৫৭ এএম

চট্টগ্রামের শিপইয়ার্ডে আগুন, দগ্ধ ৪


শিপয়ার্ড.jpg

চট্টগ্রামের শীতলপুরে শিপইয়ার্ডে ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ হয়েছেন ৫ জন।


চট্টগ্রামের সীতাকুন্ডে বগুলা বাজার এলাকায় যমুনা জাহাজ ভাঙাকারখানায় আগুনে পুড়ে ৪ শ্রমিক দগ্ধ হয়েছে।

আজ শনিবার (২৫ ডিসেম্বর) সকাল পৌনে ১০টার দিকে এই ঘটনা ঘটে। সকাল বেলা শ্রমিকরা পুরাতন জাহাজে কাজ করার সময় হঠাৎ করে আগুন লেগে যায়। এসময় সেখানে কাজ করতে থাকা শ্রমিকরা আগুনে দগ্ধ হয়।

আগুনে দগ্ধ হওয়া শ্রমিকদেরকে দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । দগ্ধ হওয়া শ্রমিকরা হলেন ,মোঃ সোহেল রানা (২৫) পিতা ছাদেক আলী, সাং নোয়া পাড়া,থানা গৌবিন্দাস পুর,জেলা নাটোর, জাহিদ হাসান (২৬) পিতা মোঃ আনোয়ার হোসেন, সাং শান্তিরা, থানা আদমদীঘি, জেলা বগুড়া , মোঃ মিজানুর রহমান মিলন (৪০) পিতা ইব্রাহিম, সাং মোহাম্মদ পুর,থানা পীরগন্জ,জেলা রংপুর,মোঃ ফিরোজ (২৪) পিতা ছিদ্দিক, সাং ওরদা থানা সুন্দরগঞ্জ, জেলা গাইবান্ধা।

আহতদের দুইজনের পা ভেঙে গেছে। আগুনে দগ্ধ হওয়াদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারী ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এ এস আই আলাউদ্দিন তালুকদার বলেন, সকাল বেলা যমুনা জাহাজ ভাঙা কারখানায় আগুনের ঘটেছে। আহত অবস্থায় ৪ জন হাসপাতালে নিয়ে আসে।

এইচএন