tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ১৮ এপ্রিল ২০২৩, ১৮:১৬ পিএম

সৌদি আরবে হামাসের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল


12

সৌদি আরব সফরে গেছেন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ইসলামী প্রতিরোধকামী সংগঠন হামাসের শীর্ষ পর্যায়ের নেতারা। সোমবার শেষ বেলায় তারা সৌদি আরবের জেদ্দা নগরীতে পৌঁছান।


সম্প্রতি দুই পক্ষ সম্পর্ক পুনর্বহালের ব্যাপারে আগ্রহী হয়ে ওঠার পর হামাস প্রতিনিধি দলের এই সফর অনুষ্ঠিত হচ্ছে। খবর আনাদোলু এজেন্সির।

সফরে হামাসের প্রতিনিধি দলে রয়েছেন সংগঠনের পলিট ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া, সাবেক প্রধান খালেদ মাশাআল, শীর্ষ পর্যায়ের কর্মকর্তা মুসা আবু মারজুক এবং খলিল আল-হাইয়া।

হামাস নেতারা পবিত্র রমজান মাসের শেষ দিনগুলোতে ওমরাহ পালন করবেন বলে সূত্রের বরাত দিয়ে ফিলিস্তিনি গণমাধ্যমগুলো জানিয়েছে।

২০০৭ সালে ফিলিস্তিনের জাতীয় নির্বাচনে ভূমিধস বিজয়ের পর হামাসের সঙ্গে সৌদি আরবের সম্পর্কের অবনতি হয়। সে সময় গাজা উপত্যকায় মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফাতাহ আন্দোলনের সঙ্গে হামাস যোদ্ধাদের সংঘর্ষ হয়েছিল।

২০১৯ সালে সৌদি আরবে অবস্থানরত হামাসের বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করে সৌদি সরকার। রিয়াদ সে সময় দাবি করে যে, হামাসের এসব নেতাকর্মী সৌদি শাসন ব্যবস্থার জন্য হুমকি সৃষ্টি করছেন।

এবি