tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ২৬ নভেম্বর ২০২২, ১০:০৬ এএম

ব্রাজিলের স্কুলে বন্দুক হামলা, নিহত ৩


brasil-2022

ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলের দক্ষিণপূর্ব অঞ্চলে দুটি স্কুলে গোলাগুলির ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন।


ব্রাজিল কর্তৃপক্ষ গুলাগুলির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে। খবর এনডিটিভি।

দেশটির স্থানীয় কর্তৃপক্ষ জানায়, শুক্রবার (২৫ নভেম্বর) সকালে এসপিরিটো সান্তো রাজ্যের আরাক্রুজ শহরে একটি স্কুলে ওই বন্দুকধারী প্রবেশ করে একদল শিক্ষককে লক্ষ্য করে ওপেন ফায়ার শুরু করে।

এতে ২ জন নারী নিহতসহ ৯ জন আহত হন। এরপর ওই বন্দুকধারী আরও একটি স্কুলে হামলা চালায়। সেখানে এক কিশোরী নিহত হয়।

রাজ্যের গভর্নর রেনাতো কাসাগ্রান্ডে জানান, কর্তৃপক্ষ সন্দেহভাজন বন্দুকধারীকে শনাক্তের পর গ্রেপ্তার করেছে।

এক টুইটা বার্তায় গভর্নর বলেন, আমরা তদন্ত অব্যাহত রেখেছি। আমরা তদন্ত অব্যাহত রেখেছি। দ্রুতই এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

প্রসঙ্গত, ব্রাজিলে স্কুলে হামলা খুবই দুর্লভ একটি বিষয়। কিন্তু সাম্প্রতিক বছরগুলোকে এ হার বেড়েছে। ২০১১ সালে ব্রাজিলে স্কুলে হামলায় ১২ জন শিশু প্রাণ হারায়। ওই সময়ে একজন ব্যক্তি রিও ডি জেনেরিওতে প্রাথমিক স্কুলে গুলি চালানোর পর নিজেও আত্মহত্যা করে মারা যায়।

এন