tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ৩০ মার্চ ২০২৩, ১৯:৫৫ পিএম

পাকিস্তানে টিটিপি’র হামলায় ৪ পুলিশ নিহত


00

পাকিস্তানের নিষিদ্ধঘোষিত জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে নিরাপত্তা বাহিনীর একটি গাড়িতে হামলা করেছে। এ হামলায় নিরাপত্তা বাহিনীর ৪ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৬ জন।


বৃহস্পতিবার (৩০ মার্চ) স্থানীয় সময় ভোরে দেশটির খাইবার-পাখতুনখোয়া প্রদেশের লাক্কি মারওয়াতে পুলিশের টহল ভ্যানে এ হামলা হয়েছে।

পাকিস্তান পুলিশ জানিয়েছে, গাড়িটি সদর থানায় যাওয়ার পথে হামলার শিকার হয়েছে।

পুলিশের কর্মকর্তারা জানান, হামলায় ১ জন উপ-পুলিশ সুপারসহ ৪ পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬ জন। খাইবার-পাখতুনখোয়া পুলিশ প্রধান আখতার হায়াত খান এ ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন।

লাক্কি মারওয়াত পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে পুলিশের গাড়ি লক্ষ্য করে হামলা হয়েছে। পরে পুলিশ ও সন্ত্রাসীদের মধ্যে গুলি বিনিময় হয়। এ সময় পুলিশের ৬ সদস্য আহত হয়েছেন।

পুলিশের বরাত দিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, হামলাকারীরা অত্যাধুনিক ও ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত ছিল। তবে পুলিশ সতর্ক অবস্থায় ছিল। পুলিশের পাল্টা গুলির পর হামলাকারীরা পালিয়ে যায়। রাতের অন্ধকারের সুযোগে সন্ত্রাসীরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

জানা গেছে, পাকিস্তানের নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এক বিবৃতিতে পুলিশের ভ্যানে হামলার দায় স্বীকার করেছে।

পুলিশের গাড়িতে হামলার নিন্দা জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে পুলিশ কর্মকর্তাদের আত্মত্যাগ অবিস্মরণীয়। এ সময় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি।

এন