tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
রাজনীতি প্রকাশনার সময়: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৯:২৫ পিএম

ভবিষ্যৎ প্রজন্মকে ইসলামি আদর্শে গড়ে তুলতে ইসলামি শিক্ষা ব্যবস্থার কোন বিকল্প নেই : ডা. হাবিবা চৌধুরী সুইট


Photo (30.09.2024)

ইবনে সিনা মেডিকেল কলেজের প্রফেসর এবং রেডিওলজি এন্ড ইমেজিং বিভাগীয় প্রধান ডা. হাবিবা চৌধুরী সুইট বলেছেন, বাংলাদেশের মানুষের বিশ্বাস ও চেতনায় ইসলাম। তাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ইসলামি আদর্শ ও সঠিক মূল্যবোধে গড়ে তুলতে ইসলামি শিক্ষা ব্যবস্থার কোন বিকল্প নেই।


বিগত ফ্যাসিস্ট সরকারের প্রবর্তিত সমালোচিত শিক্ষা ব্যবস্থা ভবিষ্যৎ প্রজন্মকে সুকৌশলে ইসলাম থেকে বিমুখ করে রাখার ষড়যন্ত্রেরই অংশ ছিল। তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ইসলামী শিক্ষা প্রবর্তনের দাবী জানান।

শনিবার, (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মহিলা বিভাগের উদ্যোগে ঢাকার আইডিইবি ভবন মিলনায়তনে "বর্তমান প্রেক্ষাপটে জাতি গঠনে শিক্ষাব্যবস্থার কাঙ্খিত রুপ" শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মহানগরী দক্ষিণের মহিলা বিভাগীয় সেক্রেটারি আয়েশা সিদ্দিকা পারভীনের সভাপতিত্বে সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন মানারাত ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রাক্তন সিনিয়র শিক্ষক ড. জান্নাত আরা শেলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. শামিমা তাসনিম, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক লায়লা মরিয়ম, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সহকারী অধ্যাপক ড. রাশীদাহ্ নাওমী, লালমাটিয়া মহিলা কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগীয় প্রধান ড. ফেরদৌস আরা বকুল, প্রস্তবনা পেশ করেন মহানগরীর মহিলা বিভাগীয় সহকারী সেক্রেটারী জান্নাতুল কারীম সুইটি।

আরো উপস্থিত ছিলেন মহানগরী সহকারী সেক্রেটারী মাহবুবা খাতুন শরীফা, ডা.শাহানা পারভীন লাভলী, ডা.শিরিন আক্তার রুনা, মহানগরী দক্ষিণের শুরা ও কর্মপরিষদ সদস্যা তানহা আজমী, উম্মে কুলসুম রিনা, রাবেয়া খানম, সেলিনা পারভীন, নার্গিস খান, কামরুন্নাহার তুরানি, নুরজাহান আক্তার প্রমুখ।

প্রেসবিজ্ঞপ্তি//এমএইচ