tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৯ এএম

সারা দেশে বৃষ্টি ঝরে কমবে তাপমাত্রা


rain-20240925100134

উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ অবস্থান করছে। যার ফলে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় অবস্থায় রয়েছে। এই মৌসুমি বায়ুর প্রভাবে আজ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে পরবর্তী ৬০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক এ তথ্য জানান।

তিনি বলেন, প্রথম ১২ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে অস্থায়ী দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে। এসময় দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

পরবর্তী ১২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, একই এলাকায় আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু জায়গায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এসময়ে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

শেষ ২৪ ঘণ্টায়ও আট বিভাগের অধিকাংশ স্থানে বজ্রবৃষ্টি হতে পারে এবং কোথাও কোথাও অতি ভারী বর্ষণ হতে পারে। এসময়ে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এ ছাড়া বর্ধিত পাঁচ দিনেও বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।