tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ২৬ জানুয়ারী ২০২৪, ১২:৪০ পিএম

ভারতের বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ পাকিস্তানের


pak-20240126122402

এবার ভারতের বিরুদ্ধে গুপ্তহত্যা বা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ এনেছে পাকিস্তান। বলা হয়েছে, পাকিস্তানের অভ্যন্তরে এই ঘটনা ঘটেছে। বিদেশের মাটিতে ভারতের গুপ্তহত্যা পরিচালনার অংশ হিসেবেই পাকিস্তানি দুই নাগরিককে সম্প্রতি হত্যা করা হয়েছে।


বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) পাকিস্তানের এক শীর্ষ কর্মকর্তা ভারতের বিরুদ্ধে এই অভিযোগ করেন।

এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের পররাষ্ট্র সচিব মুহাম্মদ সাইরাস সাজ্জাদ কাজী দাবি করেন, গত বছরের ৮ সেপ্টেম্বর পাকিস্তান-শাসিত কাশ্মীরে মুহাম্মদ রিয়াজ ও এ ঘটনার এক মাস পরে কাশ্মীরের নিকটবর্তী শিয়ালকোট শহরে লতিফকে হত্যার পেছনে ভারতীয় এজেন্টরা যুক্ত। এর বিশ্বাসযোগ্য প্রমাণ রয়েছে বলেও দাবি করেন এই শীর্ষ কর্মকর্তা।

তিনি বলেন, তাদের হত্যা করতে ভারতীয় দুই এজেন্ট হত্যাকারীদের নিয়োগ করে। তবে ভুক্তভোগীদের ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তাছাড়া ভারত কেন তাদের টার্গেট করলো সে বিষয়েও কিছু বলা হয়নি।

কাশ্মীর অঞ্চল নিয়ে দীর্ঘ দিন ধরে প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। প্রায়ই সেখানের সীমান্তে দেশ দুইটির নিরাপত্তা বাহিনীর মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটে।

এর আগে কানাডার শিখ নেতা হারদিপ সিং নিজ্জারকে হত্যার পেছনে ভারত সরকারের হাত থাকতে পারে বলে মন্তব্য করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের একটি শিখ মন্দিরের বাইরে গত ১৮ জুন হারদিপ সিং নিজ্জারকে গুলি করে হত্যা করা হয়।

সোমবার (১৮ সেপ্টেম্বর) কানাডার হাউজ অব কমন্সের সভায় ট্রুডো বলেন, কানাডার গোয়েন্দা সংস্থা নিজ্জারের হত্যার সঙ্গে ভারত সরকারের সংশ্লিষ্টতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ খুঁজে পেয়েছে। যদিও ভারত এই অভিযোগকে ‘অযৌক্তিক’ বলে নাকচ করে দিয়েছে।

সূত্র: সিএনএন

এনএইচ