tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ১৮ সেপ্টেম্বর ২০২২, ১৩:১৭ পিএম

বিএনপি নেতাদের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের বৈঠক


20220918_131442

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকির সঙ্গে দেড় ঘণ্টা বৈঠক করেছেন বিএনপি নেতারা।


রোববার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিএনপি মহাসচিবের সঙ্গে জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি সাক্ষাৎ করতে সকাল ১০টায় গুলশানের রাজনৈতিক কার্যালয়ে পৌঁছান। বৈঠকে বিএনপি স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের সঙ্গে বৈঠকের বিষয়ে কথা বলেন।

গতকাল বিএনপির কর্মসূচিতে হামলার ঘটনায় নেতারা আহত হয়েছেন- এ বিষয়ে জাপান রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, না এটা দ্বিপাক্ষিক, বাংলাদেশ জাপানের সম্পর্ক দীর্ঘদিনের।

‘জাপান আমাদের সবচেয়ে বড় ডোনার। আমাদের দুই দেশের মধ্যে যে দ্বিপাক্ষিক বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া দেশের রাজনৈতিকসহ সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।’

এমআই