tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ০৩ অক্টোবর ২০২২, ১০:৫৭ এএম

ভোলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩


35

ভোলার চরফ্যাশনের সাগর মোহনায় মাছ ধরার ট্রলারে রান্নায় ব্যবহারিত গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিন জেলে দগ্ধ হয়েছেন।


রোববার (২ অক্টোবর) রাতে ঢালচরের চর নিজাম সংলগ্ন মেঘনা নদীর তিন চর এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই ট্রলারে থাকা জেলেদের উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দগ্ধ জেলেরা হলেন- চর নিজাম গ্রামের মজির উদ্দিনের ছেলে নুর আলম, নাসির মাঝির ছেলে মো. মঞ্জ, রুস্তুম আলীর ছেলে হাবিব উল্লাহ। ট্রলারে থাকা অপর জেলেরা জানান, রাতে নদীতে জাল ফেলে রাতের খাবার রান্না কাজ করছিলেন তিন জেলে। হঠাৎ কিছু বুঝে উঠার আগেই তাদের রান্নার কাজে ব্যবহরিত গ্যাস সিলিন্ডারটি বিকট শব্দ করে বিস্ফোরণ ঘটে এতে তিন জেলে দগ্ধ হন।

ঢাল চরের ইউপি চেয়ারম্যান আবদুস সালাম হাওদার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে তৎক্ষণিক দগ্ধ তিন জেলেকে অপর জেলেদের সহায়তায় উদ্ধার কওে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে দগ্ধ জেলেদের মধ্যে নুর আলম নামের একজন জেলের অবস্থা খুবই সংকটাপন্ন।

ট্রলারে থাকা অপর জেলেরা জানান, রোববার রাতে তিন জেলে নদীতে জাল ফেলে রাতের খাবার রান্না কাজ করছিলেন। এ সময় হঠাৎ কিছু বুঝে উঠার আগেই তাদের রান্নার কাজে ব্যবহরিত গ্যাস সিলিন্ডারটি বিকট শব্দ করে বিস্ফোরণ ঘটে। এতে তিন জেলে দগ্ধ হন।

কর্তব্যরত চিকিৎসক ডা. ফাইয়াজ উদ্দিন খান বলেন, দগ্ধ তিনজনের মধ্যে নুর আলম নামের একজনের অবস্থা খুবই সংকটাপন্ন। তার শরীরের প্রায় এক তৃতীয়াংশ পুড়ে গেছে। অপর দুই জনের শরীরের প্রায় ২০ ভাগেই অগ্নিদাহের ক্ষত রয়েছে। তাদেরকে নিবির পরিচর্যায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দক্ষিণ আইচা থানার ওসি মো. সাখাওয়াত হোসেন জানান, জেলেদের পক্ষ থেকে কেউ জানায়নি। তবে খোঁজ খবর নেওয়া হবে।

এন