tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৩৮ পিএম

১ অক্টোবর থেকে টিসিবির পণ্য পাবেন ৪০ লাখ শ্রমিক


image-293348-1727606130

শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ৪০ লাখ শ্রমিককে টিসিবির ন্যায্যমূল্যের পণ্য দেওয়া হবে। আগামী ১ অক্টোবর থেকে শ্রমঘন এলাকায় এ কার্যক্রম শুরু করবে সরকার।


রোববার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে গ্রামীণফোনের চেক গ্রহণ অনুষ্ঠানে শ্রমিকদের এসব সুবিধার কথা বলেন তিনি।

উপদেষ্টা আসিফ মাহমুদ শ্রমিকদের কল্যাণে দেশের বিভিন্ন শিল্পগ্রুপকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, সকল শিল্প কারখানাকে শ্রমিককল্যাণ তহবিলের আওতাভুক্ত করা হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে তহবিল থেকে শ্রমিকদেরকে সহায়তা দেওয়া হবে।

শ্রমিকদের দাবি অনুসারে তাদের সব সমস্যার সমাধানও করা হবে জানিয়ে তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি পূরণ করা হবে। তবে যারা আইন ভেঙে অসন্তোষ সৃষ্টি করবে, তাদেরকে আইনের আওতায় আনা হবে।

এমএইচ