শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফি বেড়েছে সাড়ে ২২ শতাংশ
Share on:
গত বছরের তুলনায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) স্নাতক প্রথম বর্ষে ভর্তি ফি বেড়েছে সাড়ে ২২ শতাংশ। ২ হাজার ২৫০ টাকা বাড়িয়ে এবার ভর্তি ফি নেওয়া হচ্ছে ১২ হাজার ২৫০ টাকা। যা গত বছর ছিল ১০ হাজার টাকা।
মঙ্গলবার (৮ আগস্ট) শাবিপ্রবির ভর্তি কমিটির সদস্য সচিব ড. মাহবুবুল হাকিম এ তথ্য নিশ্চিত করেছেন।
শাবিপ্রবির ভর্তি কমিটি জানান, প্রাথমিকভাবে ৫ হাজার টাকা জিএসটিতে দিয়ে শিক্ষার্থীরা নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিশ্চায়ন করছে। আগামী ৯ ও ১০ আগস্ট তৃতীয় ধাপে এ ভর্তি নিশ্চায়ন প্রক্রিয়া চলবে। পরবর্তীতে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে কাগজ পত্র জমা নিবে এবং বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফি জমা নিয়ে শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি নিশ্চিত করবে।
এদিকে শাবিপ্রবিতে চূড়ান্ত ভর্তির সম্ভাব্য তারিখ ১৩ ও ১৪ আগস্ট। এ দিন প্রাথমিকভাবে ভর্তিকৃত শিক্ষার্থীদের ডোপটেস্ট করা হবে এবং বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফি ১২ হাজার ২৫০ টাকা জমা নেওয়া হবে।
ড. মাহবুবুল হাকিম বলেন, আমরা শুধুমাত্র ভর্তি প্রক্রিয়াকরণ ফি খাতে ২ হাজার ২৫০ টাকা বাড়িয়েছি। ভর্তি প্রক্রিয়ায় প্রয়োজনীয় সরঞ্জামাদিসহ আনুষঙ্গিক জিনিসের দাম বৃদ্ধির ফলে এ টাকা বাড়ানো হয়েছে। তবে ভর্তির ক্ষেত্রে অন্যান্য খাতের টাকার পরিমাণ বাড়ানো হয়নি। এবার স্নাতক প্রথম বর্ষে শাবিপ্রবিতে ভর্তি হতে একজন শিক্ষার্থীর সর্বমোট ১৭ হাজার ২৫০ টাকা লাগছে। গত বছরের তুলনায় সর্বমোট টাকার ১৫ শতাংশ বাড়ানো হয়েছে।
এনএইচ