পাঞ্জাব দখলের লড়াই আজ
Share on:
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে আজ রোববার ২০টি আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সাধারণভাবে এ ধরনের নির্বাচন তেমন গুরুত্ব পায় না। কিন্তু এবার এই নির্বাচনের মাধ্যমেই পাঞ্জাবের এবং সেইসাথে পুরো পাকিস্তানের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন হতে পারে। এই ২০টি আসনের চারটি আবার লাহোরের। পাকিস্তানের রাজনীতিতে এর রয়েছে বিশেষ প্রভাব।
পাঞ্জাবের ক্ষমতায় থাকতে হলে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ছেলে হামজা শাহবাজ শরিফকে এই ২০টি আসনের মধ্যে অন্তত ১০টিতে জয়ী হতে হবে। আর ক্ষমতায় ফিরতে হলে ইমরান খানের পিটিআইকে অন্তত ১৩টিতে জয়ী হতে হবে। সাম্প্রতিক সময়ে পিটিআই থেকে সরে যাওয়ায় এই আসনগুলো শূন্য হয়েছিল।
বিশ্লেষকেরা বলছেন, প্রতিটি আসনেই তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে। উভয় দলই আসনগুলো লাভের জন্য ব্যাপক প্রয়াস চালাচ্ছে।
হামজা শাহবাজ মুখ্যমন্ত্রী হয়েছিলেন পিটিআইয়ের ২৫ জন এমপিএর সমর্থন নিয়ে। এদের মধ্যে ২০ জন সরাসরি নির্বাচিত সদস্য, বাকি পাঁচজন ছিলেন সংরক্ষিত আসনের। তারা দলীয় নির্দেশ অমান্য করে শাহবাজ শরিফকে ভোট দিয়েছিলেন।
বিশ্লেষকেরা বলছেন, এই ২০ আসনের উপ-নির্বাচনের মাধ্যমে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএলএন) ও পিটিআইয়ের জনপ্রিয়তা প্রতিফলিত হবে।
সূত্র : দি নিউজ ইন্টারন্যাশনাল।
এইচএন