tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
অর্থনীতি প্রকাশনার সময়: ২৬ নভেম্বর ২০২৩, ১৯:২৯ পিএম

সুদহার আরও ৫০ বেসিস পয়েন্ট বাড়াল বাংলাদেশ ব্যাংক


bangladesh_bank

উচ্চ মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণে আনতে নীতি সুদহার (পলিসি) আরও ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৭ দশমিক ৭৫ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।


বাণিজ্যিক ব্যাংকগুলোর বাংলাদেশ ব্যাংক থেকে অর্থ ধার করা এবং তাদের গ্রাহকদের ঋণ নেওয়ার খরচও এতে বাড়বে।

এ ছাড়া, ঋণের সুদহার নির্ধারণের ক্ষেত্রে সব খাতে স্মার্ট (বা সিক্স মান্থস মুভিং অ্যাভারেজ রেট অব ট্রেজারি বিল) এর সঙ্গে প্রযোজ্য বিদ্যমান মার্জিন ২৫ বেসিস পয়েন্ট বাড়ানো হবে। ফলে বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নিতে গ্রাহকদের এখন ১১ দশমিক ১৮ শতাংশ হারে সুদ দিতে হবে।

রোববার (২৬ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের পলিসি ডিপার্টমেন্টের পরিচালক মো. আব্দুল কাইউম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। নতুন সুদহার সোমবার থেকে কার্যকর হবে। এর আগে গত অক্টোবরে নীতি সুদহার ৭৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৭ দশমিক ২৫ শতাংশ করে বাংলাদেশ ব্যাংক। রেপো রেট হিসেবেও পরিচিত নীতি সুদহার। নির্ধারিত এই হারে বাণিজ্যিক ব্যাংকগুলোকে অর্থ ধার দেয় কেন্দ্রীয় ব্যাংক।

গত ২২ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সভাপতিত্বে পুনর্গঠিত মনিটারি পলিসি কমিটির (এমপিসি) প্রথম সভা ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। ওই সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

এমএইচ