tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
খেলা প্রকাশনার সময়: ১০ সেপ্টেম্বর ২০২৪, ২০:৩৪ পিএম

ব্যাটার নয়, নাহিদের কাছে উইকেট স্পেশাল


nahid_rana

প্রতিটা বোলারের স্বপ্ন থাকে নির্দিষ্ট কোনো ব্যাটারের উইকেট নেবেন। তবে, নাহিদের ভাবনায় সেসব নেই। তার কাছে প্রতিটি উইকেটই বিশেষ। তার লক্ষ্য কেবল নিজের সেরাটা দিয়ে বোলিং করে যাওয়া। পাকিস্তান সিরিজের পর ভারতের সঙ্গেও ধরে রাখতে চান ধারাবাহিকতা।


শোয়েব আকতার, ব্রেট লিদের গতি দেখে বহুকাল আফসোস করেছে বাংলাদেশের দর্শকরা। তাদের জন্য নতুন আশা হয়ে এসেছেন নাহিদ রানা। তরুণ পেসার নাহিদ বল হাতে আগুন ঝরিয়েছেন পাকিস্তানে।

বাংলাদেশের ইতিহাসে প্রথম বোলার হিসেবে দেড়শ’র বেশি গতিতে বল করেছেন তিনি। রাওয়ালপিন্ডি টেস্টে তার ছোঁড়া ঘন্টায় ১৫২ কিলোমিটার গতির ডেলিভারি গড়েছে ইতিহাস। এর আগে একই সিরিজে তুলেছিলেন ১৪৯.৯ কিলোমিটার গতি।

পাকিস্তান পর্ব শেষে বাংলাদেশের চোখ এখন ভারতে। ভারতের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজেও নাহিদের ওপর নজর থাকবে সবার, তা না বললেও চলে। ভারতের উদ্দেশে পাড়ি জমানোর আগে মিরপুরে ঝালিয়ে নিচ্ছেন নিজেকে। অনুশীলনের ফাঁকে নাহিদ মুখোমুখি হয়েছেন অনলাইনের। সেখানেই তিনি জানালেন, নির্দিষ্ট কোনো ব্যাটারের উইকেট নেওয়ার স্বপ্ন নেই।

নাহিদ বলেন, ‘এমন কোনো স্বপ্ন নেই, যে কারও উইকেট নিতেই হবে। এটি উল্টো মানসিক চাপ দেবে। আমি আমার সেরাটা দিয়ে বোলিং করব। এরপর যে উইকেটটা পাব সেটাই আমার কাছে বিশেষ। আমার কাছে ব্যক্তি নন, স্পেশাল হলো উইকেট। সেটি যারই হোক।’

এসএম