tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ১০ নভেম্বর ২০২৩, ১৯:৫৭ পিএম

বাংলাদেশে সহিংসতারজন্য নিন্দা জানিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টে


image_38039_1699623124

বাংলাদেশে গণতন্ত্র ফেরানোর আহ্বান এবং বিরোধীদলের সহিংসতার নিন্দা জানিয়েছেন ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্যরা।


বাংলাদেশ প্রধান বিরোধী দলগুলোর সমর্থকদের কারণে সহিংসতা মাথাচাড়া দিয়ে উঠেছে । জয়ের সম্ভাবনা নেই বলে তারা নির্বাচনকে বানচালের চেষ্টা চালিয়ে যাচ্ছেন ।

ইইউ রিপোর্টারের রাজনৈতিক সম্পাদক নিক পাওয়েল লিখেছেন, ইইউ-বাংলাদেশ সম্পর্ক জোরদারে কাজ করা নেতৃস্থানীয় একটি থিঙ্ক ট্যাঙ্ক এমইপিদের (মেম্বার অব ইউরোপিয়ান পার্লামেন্ট) গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য হুমকিস্বরূপ সহিংসতার নিন্দা করার আহ্বান জানিয়েছে।

ইউরোপীয় পার্লামেন্টে ‘ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস ইন বাংলাদেশ’- শীর্ষক ব্রিফিংয়ে এমইপি এবং তাদের সহযোগীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন যুক্তরাজ্যভিত্তিক বাংলাদেশি থিঙ্ক ট্যাঙ্ক স্টাডি সার্কেল লন্ডনের চেয়ারম্যান সৈয়দ মোজাম্মেল আলী।

তিনি রাজধানী ঢাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও জামায়াতে ইসলামীর কর্মীদের দ্বারা সংঘটিত সহিংসতার নিন্দা করার আহ্বান জানান।