tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
খেলা প্রকাশনার সময়: ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৪৬ পিএম

সেঞ্চুরি করলেন লিটন দাস


লিটন2022

রাসেল ডোমিঙ্গো লিটন দাসকে মিডল অর্ডারে খেলানোর বিষয়ে সরাসরি নাকচ করে দেন । একইসঙ্গে মনে করিয়ে দেন সর্বশেষ সিরিজে ওপেন করতে নেমেই লিটনের ক্যারিয়ারের ৪র্থ সেঞ্চুরির কথা।


স্পোর্টস ডেস্ক: রাসেল ডোমিঙ্গো লিটন দাসকে মিডল অর্ডারে খেলানোর বিষয়ে সরাসরি নাকচ করে দেন । একইসঙ্গে মনে করিয়ে দেন সর্বশেষ সিরিজে ওপেন করতে নেমেই লিটনের ক্যারিয়ারের ৪র্থ সেঞ্চুরির কথা।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) কোচের কাছ থেকে এমন নির্ভরতা পেলে খেলার জন্য যে তা কতটা উপকারী হয় সেটিই যেন দেখালেন ডানহাতি ওপেনার লিটন।

শুরুতে খানিকটা চাপে থাকলেও নিজেকে সামলে নিতে সময় নেননি তিনি। এরই মধ্যে তুলে নিয়েছেন ক্যারিয়ারের ৫ম ওয়ানডে সেঞ্চুরি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪১ ওভার শেষে বাংলাদেশ দলের সংগ্রহ ২ উইকেটে ২৩৩ রান। লিটন খেলছেন ১০২ রান নিয়ে।

অন্য প্রান্তে সেঞ্চুরির অপেক্ষায় থাকা মুশফিকুর রহিমের সংগ্রহ ৬৮ রান। এ দুজনের তৃতীয় উইকেট জুটিতে এরই মধ্যে এসে গেছে ১৫০ রান, মাত্র ১৫৮ বলে।

ফজল হক ফারুকি ও মুজিব উর রহমানের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরুতে হাত খুলে খেলতে পারেননি লিটন। যে কারণে ফিফটি করতে লেগে যায় ৬৫ বল।

তবে পঞ্চাশ থেকে একশতে পৌঁছতে তিনি নিয়েছেন মাত্র ৪২ বল। সবমিলিয়ে ১০৭ বলেই করে ফেলেছেন ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি।

এ নিয়ে নিজের শেষ পাঁচ ম্যাচের মধ্যে দুইটি সেঞ্চুরি হাঁকিয়ে ফেললেন লিটন। গত জুলাইয়ে সর্বশেষ ওয়ানডে সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে ১০২ রানের ইনিংস খেলেছিলেন লিটন।

পরের তিন ম্যাচে তার ব্যাট থেকে আসে ২১, ৩২ ও ১ রান। আজ ফের দেখা পেলেন জাদুকরী তিন অঙ্কের।

এইচএন