ইরানের হামলায় ইসরায়েলের সামরিক স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি
Share on:
ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় ইহুদিবাদী ইসরায়েলের কয়েকটি সামরিক ও নিরাপত্তা স্থাপনার ব্যাপক ক্ষতি হয়েছে বলে নিশ্চিত করেছে মার্কিন গণমাদ্যম ওয়াশিংটন পোস্ট।
দৈনিকটি শুক্রবার এক প্রতিবেদনে বলেছে, তারা ইসরায়েলি ঘাঁটিগুলো থেকে প্রাপ্ত ভিডিও ফুটেজ ও ছবি বিশ্লেষণ করে বুঝেতে পেরেছে যে, ইসরায়েলের তিনটি সামরিক স্থাপনায় অন্তত দুই ডজন ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হেনেছে।
এর মধ্যে ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় নেগেভ মরুভূমিতে অবস্থিত নেভাতিম বিমান ঘাঁটিতে ২০টি এবং মধ্যাঞ্চলীয় নোফ ঘাঁটিতে তিনটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এছাড়া, তেলআবিবে অবস্থিত ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সদরদপ্তরের কাছে অন্তত দু’টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে।
ছবি ও ভিডিও বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা দৈনিকটিকে জানিয়েছেন, স্থাপনাগুলোর ক্ষয়ক্ষতি দেখে মনে হয় ইসরায়েলি প্রতিরক্ষাব্যবস্থার প্রচেষ্টা ব্যর্থ করে এসব স্থানে ক্ষেপণাস্ত্রগুলো সরাসরি আঘাত হেনেছে।
ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে আরো বলা হয়েছে, স্যাটেলাইট থেকে গৃহিত ছবি প্রমাণ করছে যে, ইরানি হামলায় প্রকৃত ক্ষয়ক্ষতি হয়েছে এর চেয়ে অনেক বেশি যেটা তেল আবিব প্রকাশ করছে না। অবশ্য ইহুদিবাদী ইসরাইল ও মার্কিন সরকার দাবি করছে, ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলায় তাদের সামান্যই ক্ষয়ক্ষতি হয়েছে। তেলআবিব আরো দাবি করেছে, এসব ঘাঁটির নিয়মিত কাজকর্ম যথারীতি চলছে।
ফিলিস্তিন ও লেবাননে ইহুদিবাদী সেনাদের ভয়ঙ্কর সব অপরাধের শাস্তি দিতে গত মঙ্গলবার রাতে ইরান ইসরাইলের সামরিক স্থাপনাগুলোতে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
ইরানের বিভিন্ন স্থান থেকে অন্তত ২০০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় এবং এগুলোর শতকরা ৯০ ভাগই কাঙ্ক্ষিত লক্ষ্যবস্তুতে আঘাত হানে বলে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি জানায়।
ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করার ১২ মিনিটের মাথায় সেগুলো দেড় হাজার কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়ে ইসরাইলের লক্ষ্যবস্তুগুলোতে আঘাত হানে। ইসরাইল ও মার্কিন সরকার অবশ্য বেশিরভাগ ক্ষেপণাস্ত্রকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ভূপাতিত করার দাবি করেছে।
এমএইচ