tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
স্বাস্থ্য প্রকাশনার সময়: ০৫ জানুয়ারী ২০২৩, ২১:৫১ পিএম

ডেঙ্গুতে মৃত্যু নেই, শনাক্ত ৩১


Dengue

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। একই সময়ে ডেঙ্গুতে শনাক্ত হয়ে আরও ৩১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।


বৃহস্পতিবার (৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকায় ২৫ জন এবং ঢাকার বাইরের ৬ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ২১৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২০৭ জন। এরমধ্যে মৃত্যু নেই। সুস্থ হয়েছেন ৭ জন।

প্রসঙ্গত, ২০২২ সালে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে ইতিহাসের সর্বোচ্চ ২৮১ জনের মৃত্যু হয়। সুস্থ হন ৬১ হাজার ৭৬৩ জন।

এন