tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
খেলা প্রকাশনার সময়: ০৯ এপ্রিল ২০২৩, ১৯:২৪ পিএম

কন্ডিশন অনুযায়ীই দল গঠন করা হয়েছে: নান্নু


15

সদ্যই শেষ ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে বাদ পড়েছিলেন অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ। আগামী মাসে ইংল্যান্ডে আইরিশদের বিপক্ষে ফের ওয়ানডে সিরিজ খেলবে টাইগাররা। এই সিরিজেও দলে জায়গা হয়নি রিয়াদের। সেইসঙ্গে দলে জায়গা পাননি ব্যাটার আফিফ হোসেন। কন্ডিশনের কথা মাথায় রেখে দল গঠন করা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।


রোববার (৯ এপ্রিল) মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের নান্নু বলেন, নান্নু বলেন, ‘আমরা একটা পুল করেছি। সেখানে কিছু খেলোয়াড়কে আমরা সুযোগ দিয়েছি। আশা করছি এশিয়া কাপের আগেই বিশ্বকাপের দলটা করে ফেলব। তার আগে আমরা সকল ক্রিকেটারের সব ধরনের পারফরম্যান্স বিবেচনা করব। কাউকে চোখের আড়াল করা হবে না।’

তিনি আরও বলেন, ‘ওখানকার কন্ডিশন কিন্তু অনেক চ্যালেঞ্জিং। সেটা চিন্তা করে ও টিম ম্যানেজম্যান্টের সঙ্গে আলোচনা করে কন্ডিশন অনুযায়ীই দল গঠন করা হয়েছে।’

নান্নু বলেন, ‘এখন আমাদের দল আগের থেকে অনেক বেশি অভিজ্ঞ। আমাদের এখন যথেষ্ট সামর্থ্য আছে দ্রুত মানিয়ে নেওয়ার। যতই চ্যালেঞ্জ হোক, আশা করি ওরা দ্রুত মানিয়ে নিতে পারবে।’

এবি