সংকট কাটিয়ে উঠতে সরকারের চেষ্টার ত্রুটি নেই : কাদের
Share on:
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘সারা বিশ্বে জ্বালানিসহ নিত্যপণ্যের দাম বেড়েছে। বাংলাদেশেও এর নেতিবাচক প্রভাব পড়েছে। এ সংকট কাটিয়ে উঠতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।’
তিনি বলেন, ‘আমরা জানি, দেশের জনগণের কষ্ট হচ্ছে। আমরা বলতে পারি, এ সংকট কাটিয়ে উঠতে সরকারের চেষ্টার কোনো ত্রুটি নেই।’
শনিবার (১৩ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে মহিলা শ্রমিক লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘুম নেই। তিনি আন্তরিকভাবে চেষ্টা করছেন। শেখ হাসিনার ঘুম হারাম হয়ে গেছে। কীভাবে দেশের মানুষের একটু স্বস্তি দেওয়া যায়, সেই চেষ্টা তিনি চালিয়ে যাচ্ছেন।’
বিএনপি নেতাদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘এ সংকটকে কেন্দ্র করে ফ্রান্সের বিরোধী দল সরকার উৎখাতে বিক্ষোভে নামেনি। যুক্তরাষ্ট্রে বিরোধী দল সরকার উৎখাতের বিক্ষোভ করেনি। জার্মানি-জাপানেও কোনো প্রটেস্ট (প্রতিবাদ) হয়নি। অথচ বাংলাদেশে তারা (বিরোধী দল) সরকার উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তারা মিছিল করুক। যখন মিছিল-মিটিং করতে পারছেন, তখন বলছেন, বিদেশিদের চাপে সরকার মিছিল-মিটিং করতে দিচ্ছে। আমি বলবো, বিদেশি শক্তির কাছে আমরা মাথানত করি না। মাথানত করার লোক শেখ হাসিনা নন।’
ওবায়দুল কাদের আরও বলেন, ‘আগুন নিয়ে খেলতে আসবেন না। শান্তিপূর্ণভাবে কর্মসূচি করুন। আগুন সন্ত্রাস নিয়ে যদি নামতে চান, তাহলে বলবো- জনতার প্রতিরোধ সুনামিতে পরিণত হবে। জবাব দেওয়া হবে।’
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘সবাইকে কথাবার্তায় আচার-আচরণে সংযত হতে হবে। এসময় দায়িত্বহীন কথাবার্তা বলা ঠিক নয়। ক্ষমতার দাপট দেখানো উচিত নয়। ঠান্ডা মাথায় কথা বলতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে।’
মহিলা শ্রমিক লীগের সভাপতি সুরাইয়া আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সংগঠনের সহ-সভাপতি শামসুর নাহার ভুইয়া, সাধারণ সম্পাদক রহিমা আক্তার সাথী প্রমুখ।
এমআই