tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
রাজনীতি প্রকাশনার সময়: ১৮ মার্চ ২০২২, ১৮:১০ পিএম

ইভিএম আমরা এখনো বুঝে উঠিনি : সিইসি


সিইসি

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এখনো বুঝে উঠতে পারেননি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।


শুক্রবার (১৮ মার্চ) বিকাল চারটায় চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে জেলা নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেওয়ার প্রাক্কালে ইভিএমের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি একথা জানান।

সিইসি বলেন, ইভিএম আমরা এখনো বুঝে উঠিনি। বিষয়টি নিয়ে আমরা পরে কথা বলব।

কাজী হাবিবুল আউয়াল বলেন, সব দলের অংশগ্রহণে তিনি নির্বাচন চান।

তিনি বলেন, আমরা সংবিধান ও আইনের আলোকে সবগুলো নির্বাচন করতে চাই। এটা স্থানীয় নির্বাচন হোক আর জাতীয় নির্বাচন। আমরা আশা করি আগামী জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক হবে। নির্বাচন অংশগ্রহণমূলক হলে সবাই আনন্দিত হবে।

সিইসির দায়িত্ব নেওয়ার পর প্রথম বারের মতো চারদিনের সফরে চট্টগ্রাম গেছেন কাজী হাবিবুল আওয়াল।

জানা গেছে, চারদিনের সফরে আগামীকাল (শনিবার) সকালে নিজের জন্মস্থান সন্দ্বীপে যাবেন সিইসি। পরদিন সকালে সন্দ্বীপ উপজেলায় স্মার্টকার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন। এরপর সোমবার সকালে চট্টগ্রাম ফিরে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন- চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান, জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম।

এমআই