tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
অপরাধ প্রকাশনার সময়: ২৪ এপ্রিল ২০২৩, ১২:৩৯ পিএম

কুষ্টিয়ায় বিষাক্ত মদ পানে ৩ মৃত্যু


4825

কুষ্টিয়ার বিভিন্ন স্থানে বিষাক্ত মদ পানে তিনজনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি আছেন আরো ৫ জন।


সোমবার (২৪ এপ্রিল) ভোরে এবং সকালে কুষ্টিয়া জেনারেল হাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তাপস কুমার সরকার।

মারা যাওয়ারা হলেন- কুষ্টিয়ার ভেড়ামারা উপলোর রকিবুল আলমের ছেলে সিফাত (২৭), মিরপুর উপজেলার মশান বারুইপাড়া এলাকার হানিফের ছেলে রতন (২১) এবং সদর উপজেলার আইলচারা এলাকার হারুন অর রশিদের ছেলে শাহিন (৪৭)।

খোঁজ নিয়ে জানা গেছে, ভেড়ামারা এবং পৌড়াদহ এলাকায় গতকাল রোববার রাতে বিষাক্ত মদ পান করে ১০জন অসুস্থ হয়ে পড়েন। রাতেই তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আরএমও ডা. তাপস কুমার সরকার জানান, মদ পানে অসুস্থদের হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় সোমবার তিন জন মারা যান।

এছাড়া উন্নত চিকিৎসার জন্য দুই জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাঁকি পাঁচজন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের অবস্থাও আশঙ্কজনক।

এন