tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ২২ ডিসেম্বর ২০২১, ১৫:৩১ পিএম

বাংলাদেশী সীমান্তে বিএসএফের গুলি, যুবক নিহত


বিএসএফ২.jpg

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশী যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।


চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশী যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

গতকাল মঙ্গলবার ( ২১ ডিসেম্বর) রাতে উপজেলার আজমতপুর বাগিচাপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত ইব্রাহিম (২৪) শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আজমতপুর ঢুলিপাড়া এলাকার আবু তাহেরের ছেলে।

নিহতের চাচাতো ভাই শরিফুল ইসলাম জানান, গতকাল রাতে ইব্রাহিম সীমান্ত এলাকায় গিয়েছিল। সকালে আমরা জানতে পারি বিএসএফের গুলিতে তিনি নিহত হয়েছেন। তবে লাশ সীমান্তের ওপারে ভারতীয় অংশে পড়ে আছে।

শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হক জানান, দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির লাশ বিএসএফের কাছে রয়েছে।

৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আমির হোসেন মোল্লা জানান, আজমতপুর বাগিচাপাড়া সীমান্তের ১৮২/২-এস নম্বর সীমান্ত পিলার এলাকায় ভারতীয় অংশে গুলিতে মৃত্যুর ঘটনা ঘটেছে।

তবে নিহত ব্যক্তি বিএসএফের গুলিতে মারা গেছে কিনা বা বাংলাদেশী কিনা এ বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে। বিষয়টি নিয়ে বিএসএফের সাথে যোগাযোগ করা হচ্ছে বলে তিনি জানান। সূত্র : ইউএনবি।

এইচএন