আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির বৈঠক চলছে
Share on:
আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির বৈঠক চলছে। বৃহস্পতিবার (২২ জুন) সকাল সাড়ে ১০টার পরে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে বিষয়টি জানানো হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় বেশ কয়েকটি এজেন্ডা নিয়ে বৈঠক করে থাকে। চলমান রাজনীতির প্রেক্ষাপট থেকে শুরু করে বর্তমান সিটি করপোরেশন নির্বাচন, বিরোধী দলের নির্বাচনী চিন্তা ভাবনা, জামায়াত নিয়ে আওয়ামী লীগের ভাবনাসহ বেশ কয়েকটি বিষয়ে ফয়সালা হতে পারে বলে জানিয়েছেন আওয়ামী লীগের একাধিক নেতা।
এদিকে কেন্দ্রীয় নেতা থেকে তৃণমূলকর্মী—সবার দৃষ্টি এখন এই বৈঠকের দিকে। দলের সাংগঠনিক দুর্বলতা ও করণীয় নিয়ে নেতাদের কথা শোনবেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। একই সঙ্গে প্রয়োজনীয় নির্দেশনা দেবেন তিনি।
আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদে রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, প্রেসিডিয়াম সদস্য, সাধারণ সম্পাদক, সম্পাদকমণ্ডলীর সদস্য, দলের কোষাধ্যক্ষ এবং ২৮ জন সদস্যসহ মোট ৮১ সদস্যবিশিষ্ট আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ।
এমআই