tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
খেলা প্রকাশনার সময়: ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৫৫ পিএম

অনলাইনে যেভাবে দেখবেন বাংলাদেশ-ভারত ম্যাচ


ban_pak (1)

প্রস্তুতি শেষ, এখন অপেক্ষা মাঠে নামার। ফের একবার বাংলাদেশ-ভারত লড়াই দেখার অপেক্ষায় সমর্থকরা। উপমহাদেশের অন্যতম সেরা এই দুই দলের লড়াইটা এবার শুরু টেস্ট দিয়ে।


প্রথম টেস্টে আগামীকাল বৃহস্পতিবার মুখোমুখি হচ্ছে দুদল। প্রতিটা সিরিজেই খেলা দেখতে গিয়ে বেশ বিড়ম্বনায় পড়তে হয় ভক্তদের। তবে, এবার অবশ্য তেমনটা হচ্ছে না। বেশ স্বাচ্ছন্দ্যে খেলা দেখতে পারবেন ক্রীড়াপ্রেমীরা।

এই দুই দলের টেস্ট সিরিজটি সরাসরি সম্প্রচার করবে দেশের একমাত্র স্পোর্টসভিত্তিক চ্যানেল টি-স্পোর্টস। টিভির পাশাপাশি অনলাইন অ্যাপেও দেখা যাবে খেলা। র‌্যাবিটহোল বিডিডটকম তাদের অ্যাপে খেলা দেখাবে। শুধু খেলা নয়, এবার দেখা যাবে হাইলাইটসও। নিজেদের ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছে টি-স্পোর্টস।

বাংলাদেশ দল প্রথমবার ভারতে টেস্ট খেলতে গিয়েছিল ২০১৭ সালে, টেস্ট মর্যাদা পাওয়ার ১৭ বছর পরে। ভারতে প্রথম টেস্ট খেলতে প্রায় দেড় যুগ লাগলেও সর্বশেষ আট বছরের মধ্যে তৃতীয়বারের মতো ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ।

২০১৯ সালে টি-টোয়েন্টি সিরিজে একটি ম্যাচ জিতলেও টেস্টে প্রত্যাশা পূরণ করতে পারেনি বাংলাদেশ। এবার সুযোগ সেই ব্যর্থতা ভুলে নতুন ইতিহাস লেখার। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাড়তি আত্নবিশ্বাস যোগাচ্ছে শান্তদের।

কানপুরে বাংলাদেশ-ভারত সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৭ সেপ্টেম্বর। দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দল দুটি। গোয়ালিয়র, দিল্লি ও হায়দরাবাদে ৬, ৯ ও ১২ অক্টোবর হবে সিরিজের তিন টি-টোয়েন্টি।

এসএম