tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ২২ ফেব্রুয়ারি ২০২২, ২০:২৪ পিএম

সম্পর্ক নতুন উচ্চতায় নিতে সম্মত ভারত


বাংলাদেশ-ভারত

বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এবং ভারতের সংস্কৃতি প্রতিমন্ত্রী মীনাক্ষি লেখি দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সর্বাত্মক প্রচেষ্টা চালাতে সম্মত হয়েছেন।


নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এবং ভারতের সংস্কৃতি প্রতিমন্ত্রী মীনাক্ষি লেখি দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সর্বাত্মক প্রচেষ্টা চালাতে সম্মত হয়েছেন।

সোমবার (২১ ফেব্রুয়ারি) দেশটির রাজধানী নয়াদিল্লীতে দুই মন্ত্রী এক দ্বিপাক্ষিক বৈঠক শেষে এই সম্মতি প্রকাশ করেন।

অনুষ্ঠিত এই বৈঠকে উভয় প্রতিমন্ত্রী দুই প্রতিবেশী দেশের মধ্যে ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক সম্পর্কের প্রতি সন্তোষ প্রকাশ করেন এবং একে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাতেও সম্মত হন।

ভারত-বাংলাদেশ সম্পর্ককে আরও কার্যকর করার জন্য উভয় দেশের জনগণের মধ্যে সম্পৃক্ততার স্তরকে উন্নীত করার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন।

প্রসঙ্গত, প্রতিমন্ত্রীদের দ্বিপাক্ষিক বৈঠকের পূর্বে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা প্রাইড প্লাজা হোটেলে বাংলাদেশ প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাত করেন এবং তাদের সঙ্গে উষ্ণ আলোচনা সম্পন্ন করেন।

এইচএন