tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ০৪ জুন ২০২৪, ২১:০৯ পিএম

নির্বাচনে মোদির নৈতিক-রাজনৈতিক পরাজয় হয়েছে: রাহুল গান্ধি


rahul-gandhi

ভারতের এবারের নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নৈতিক ও রাজনৈতিক পরাজয় হয়েছে। মঙ্গলবার (৪ জুন) ফলাফলের প্রতিক্রিয়ায় সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি।


ভোটকে মোদি সরকারের বিরুদ্ধে জনতার রায় আখ্যা দেন তিনি। কংগ্রেস নেতা রাহুল গান্ধি বলেন, জনগণের বার্তা স্পষ্ট। তারা আর ভারতীয় জনতা পার্টির (বিজেপি) শাসন চায় না। নির্বাচনের মাধ্যমে জনগণ সেই রায়ই জানিয়েছে।

তিনি আরও বলেন, কংগ্রেস শুধু বিজেপির বিরুদ্ধেই নয় গোয়েন্দা সংস্থা, বিচার ব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানের বিরুদ্ধেই লড়েছে।নরেন্দ্র মোদি আর অমিত শাহ এসব প্রতিষ্ঠান নিজেদের স্বার্থে ব্যবহার করেছে। কিন্তু জনগণ ব্যালটের মাধ্যমে এ দুঃশাসনের বিরুদ্ধে রায় দিয়েছে।

টাইমস অব ইন্ডিয়ার তথ্য অনুসারে, প্রাথমিক ফলাফলে ২৯০ আসনে এগিয়ে বিজেপির নেতৃত্বাধীন জোট ‘এনডিএ’। অন্যদিকে, কংগ্রেসের নেতৃত্বাধীন জোট ‘ইন্ডিয়া’ এখন পর্যন্ত এগিয়ে ২৩৫ আসনে। সরকার গঠনের জন্য দরকার ২৭২ আসন।

এমএইচ