tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ০৩ জুলাই ২০২২, ১৯:৪৭ পিএম

অস্ট্রেলিয়ায় ভয়াবহ বন্যা


Autralia-2022

অস্ট্রেলিয়ার সিডনিতে ভয়াবহ বন্যা-ভূমিধস দেখা দিয়েছে। এরই মধ্যে সিডনির দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে হাজার হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়ার আদেশ দেওয়া হয়েছে। সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।


রোববার (৩ জুলাই) মুষলধারে বৃষ্টি ও ঝোড়ো হওয়ার কারণে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। মার্চেও অঞ্চলটি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়।

এর আগে দেশটির আবহাওয়া বিভাগ নিউ সাউথ ওয়েলস স্টেটের নিউক্যাসল থেকে বেটম্যানস বে পর্যন্ত পূর্ব উপকূল অঞ্চলে ভারি বৃষ্টির কারণে আকস্মিক বন্যা ও ভূমিধসের বিষয়ে সতর্ক করে। তাছাড়া আগামী দুইদিন ভারি বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলেও জানানো হয়েছে।

নিউ সউথ ওয়েলসের জরুরি সেবামন্ত্রী স্টিফ কুক বলেন, বন্যা, ভারি বৃষ্টি ও নদী ভাঙনসহ বর্তমানে আমরা বিভিন্ন দিক থেকে বিপদের সম্মুখীন হচ্ছি। এমন পরিস্থিতিতে নাগরিকদের হলিডে ভ্রমণ পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছেন তিনি।

তিনি বলেন, বর্তমানে জরুরি পরিস্থিতি বিরাজ করছে, যা জীবনের ওপর ঝুঁকি তৈরি করেছে।

দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, অধিকাংশ জায়গায় ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে। কিছু জায়গায় যা ৩৫০ মিলিমিটার ছাড়িয়েছে।

এইচএন