আল্লাহর আইনকে বিজয়ী করার জন্য কাজ করতে হবে: মজিবুর রহমান
Share on:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মজিবুর রহমান বলেছেন, আল্লাহর আইনকে বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
শুক্রবার (২ জুন) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে ভার্চুয়ালি আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, অনেক বাধা-বিপত্তি আসবে। তবুও বাধা মোকাবিলা করে আন্দোলন চালিয়ে যেতে হবে। এর কোনো বিকল্প নেই। কোনো অবস্থাতেই তাগুতের কাছে মাথা নত করা যাবে না। মহান জাতীয় সংসদে তাগুতের আইন বাতিল করে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে।
অধ্যাপক মজিবুর রহমান বলেন, আমাদের জান ও মালের কোরবানি দিয়ে দ্বীন কায়েমের রাস্তায় টিকে থাকতে হবে। দ্বীন বিজয়ের জন্য ইসলামি আন্দোলনের কর্মীদের দাওয়াতি কাজ ও অর্থ ব্যয় করতে হবে। ইকামাতে দ্বীনের অংশ হিসেবে সমাজের সকল মানুষের পাশে সাধ্যানুযায়ী দাঁড়াতে হবে।
জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর আমির ও জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ফজলুর রহমান সাঈদের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি গোলাম কিবরিয়ার সঞ্চালনায় কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন, অ্যাডভোকেট মামুনুর রশীদ, পেশাজীবী ও যুব বিভাগের সভাপতি প্রভাষক মোস্তাফিজুর, ছাত্র শিবিরের জেলা সভাপতি আসাদুল ইসলাম আসাদসহ অন্যরা।
বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা আবদুল হালিম বলেন, কর্মীদের আত্মগঠন ও মানোন্নয়নে অধিকতর যত্নবান হয়ে আন্দোলনের জন্য নিজেদের প্রস্তুত করার কোনো বিকল্প নেই। যেহেতু সরকার আমাদের ভোটের অধিকার, ভাতের অধিকার ও ইসলামি আন্দোলন করার অধিকারসহ সকল নাগরিক অধিকার কেড়ে নিয়েছে। এই অবস্থায় আমাদের বসে থাকা চলবে না।
সভাপতির বক্তব্যে জেলা আমির ফজলুর রহমান বলেন, দুনিয়াতে সকল মানব রচিত মতবাদ বিলুপ্ত করে আল্লাহর আইন চালু করার জন্য জামায়াতে ইসলামের কর্মীরা ইসলামি জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেদেরকে যোগ্য করে গড়ে তুলবে। সমাজ সংস্কারের কাজে আত্মনিয়োগ করবে। আজকের এই কর্মী সম্মেলন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের কর্মীদের ময়দানে কাজের মাধ্যমে একটি কল্যাণ রাষ্ট্র গঠনে ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করি। প্রেস বিজ্ঞপ্তি
এমআই