tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
স্বাস্থ্য প্রকাশনার সময়: ১৭ জানুয়ারী ২০২২, ০৯:১৮ এএম

উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহ, বেড়েছে শীতের তীব্রতা


শৈত্যপ্রবাহ.jpg

বাংলাদেশের উত্তরের জেলা পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করছে। চলছে শীতের মাস মাঘ। সোমবার কুয়াশার পরিমাণ কিছুটা কম। তবে প্রচণ্ড শীত অনুভূত হচ্ছে।


বাংলাদেশের উত্তরের জেলা পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করছে। চলছে শীতের মাস মাঘ। সোমবার কুয়াশার পরিমাণ কিছুটা কম। তবে প্রচণ্ড শীত অনুভূত হচ্ছে। সকালের দিকে দেখা দিয়েছে সূর্যের দেখা দিয়েছে।

তবে রোদের উত্তাপ নেই। দিনের বেশির ভাগ সময়ে সূর্যের দেখা নেই। দিনভর থাকছে প্রচণ্ড শীত। সেই সঙ্গে ঠাণ্ডা হাওয়া শীতের তীব্রতা বাড়িয়ে দেয়। এতে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষের দুর্ভোগ বেড়ে গেছে।

আজ সোমবার (১৭ জানুয়ারি) ভোর ৬টায় ৯ দশমিক ৪ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। গতকাল তাপমাত্রা ছিল ৮ দশমিক ৯ ডিগ্রি।

এদিকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা কমে গিয়ে ২২ ডিগ্রির ঘরে এসেছে। সেই সঙ্গে গভীর রাত থেকে সকাল পর্যন্ত বাতাসের আদ্রতা ৯৫ থেকে ১০০ শতাংশ।

ঘন কুয়াশার আর ঠাণ্ডা বাতাসের কারণে শীতের তীব্রতা এতটাই প্রকোপ মানুষের সঙ্গে কাবু হয়েছে পশুপাখিরাও। ঘন কুয়াশায় বেড়ে যাওয়ায় শীতের প্রকোপ আরও বেশি।

দিনভর থাকছে শীতের আমেজ। শহর থেকে গ্রামাঞ্চলে শীতের তীব্রতা বেশি দেখা যায়।

বাসা-বাড়িতে শীত নিবারণের জন্য আগুন পোহাচ্ছে এ অঞ্চলের মানুষ। রাতের বেলায়ও রাস্তার আশেপাশে এবং অলিতে গলিতে আগুন পোহাচ্ছে শীত নিবারণের জন্য।

নিম্ন আয়ের শ্রমিকরা পড়েছেন বিপাকে। আবহাওয়া অফিস বলছে তাপমাত্রা আরও কমে গিয়ে মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ নামতে পারে এই জেলায়।

এইচএন