tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
খেলা প্রকাশনার সময়: ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪২ এএম

৫৮ রানে ভাঙলো বাংলাদেশের ওপেনিং জুটি


zakir-20240903111958

লক্ষ্য বেশি না, মাত্র ১৮৫ রানের। ছোট লক্ষ্য তাড়ায় হাত খুলে খেলছিল বাংলাদেশ। গতকাল বৃষ্টিতে খেলা বন্ধ হওয়া আগ পর্যন্ত ৭ ওভার ব্যাট করে ৪২ রান তুলে ফেলেছিলেন দুই ওপেনার সাদমান ইসলাম ও জাকির হাসান। জয়ের জন্য আর দরকার ছিল ১৪৩ রান।


আজ রাওয়ালপিন্ডি টেস্টের পঞ্চম ও শেষ দিনে ব্যাট করতে নেমে ৫ ওভার টিকেছিল গতকালের ওপেনিং জুটি। রান যোগ করেছে ১৬। এরপর ১২তম ওভারে মীর হামজার বলে বোল্ড হয়ে যান জাকির। ৩৯ বলে ৪০ রান করেন বাঁহাতি ব্যাটার। এতে ৫৮ রানের উদ্বোধনী জুটি ভাঙে বাংলাদেশের।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৪ ওভারের খেলা শেষে ১ উইকেটে ৫৮ রান। সাদমান ১৬ রান আর নাজমুল হোসেন শান্ত অপরাজিত আছেন ০ রানে।

সহজ লক্ষ্য পাওয়ায় আসল কাজটি করে দিয়েছেন বাংলাদেশের বোলাররাই। আরও নির্দিষ্ট করতে বলতে গেলে সেটি হবে পেসাররা। তিন পেসারই তুলে নিয়েছেন পাকিস্তানের ১০ উইকেট। এই প্রথম সবগুলো উইকেট শিকারের কৃতিত্ব দেখালো বাংলাদেশের পেসাররা।

হাসান মাহমুদ ও নাহিদ রানার তাণ্ডবে গতকাল দ্বিতীয় ইনিংসে ১৭২ রানে অলআউট হয়ে গেছে পাকিস্তান। টেস্ট ক্যারিয়ারে প্রথম ফাইফার পূর্ণ করেন হাসান। আর ৪ উইকেট নেন দ্রুতগতির পেসার নাহিদ। বাকি এক উইকেট যায় তাসকিন আহমেদের পকেটে।

এফএইচ