tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ০৬ অক্টোবর ২০২৪, ২১:১১ পিএম

ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা চান ফ্রান্সের প্রেসিডেন্ট


mecro_20241006_164029616

ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।


ফরাসি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ম্যাক্রোঁ বলেন, ইসরায়েলকে দেওয়া অস্ত্র দিয়ে দেশটি নিরপরাধ ফিলিস্তিনিদের হত্যা করছে। এখন আবার লেবাননে হামলা শুরু করেছে।

তবে ম্যাক্রোঁর এ আহ্বানের কড়া সমালোচনা করেছেন ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। খবর বিবিসির।

তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, প্রেসিডেন্ট ম্যাক্রোঁর এই আহবান ‘অপমানজনক’।

নেতানিয়াহু দাবি করেন, ইসরায়েল নিজেকে রক্ষার জন্য 'সভ্যতার শত্রুদের' সঙ্গে সাতটি ফ্রন্টে একসঙ্গে লড়াই করছে।

নেতানিয়াহু বলেন, সব 'সভ্য' দেশকে ইসরায়েলের পাশে দৃঢ়ভাবে দাঁড়ানো উচিত। পরিপূর্ণভাবে সারা বিশ্বে স্থিতিশীলতা, শান্তি ও নিরাপত্তা ফিরে না আসা পর্যন্ত আগ্রাসন অব্যাহত রাখা উচিত বলে তিনি উল্লেখ করেন।

এর আগে ইমানুয়েল ম্যাক্রোঁ তার সাক্ষাৎকারে বলেন, ইসরাইলে সব ধরনের অস্ত্র পাঠানো বন্ধ করা দরকার। এ সব অস্ত্র দিয়ে গাজায় যুদ্ধ করার সুযোগ দেয়া উচিত নয়।

যুদ্ধবাজ নেতানিয়াহু সব আহ্বান ও অনুরোধ উপেক্ষা করে গাজা এবং লেবাননে আগ্রাসন অব্যাহত রাখার প্রেক্ষাপটে ফরাসি প্রেসিডেন্ট বলেন, তিনি আমাদের কথা শুনছেন না। আমাদের অস্ত্র দিয়ে গাজায় যুদ্ধ করতে দেয়া উচিত হবে না।

এনএইচ