tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ১৭ ডিসেম্বর ২০২১, ২১:২০ পিএম

ফিলিপাইনে ‘রাই’ এর আঘাতে ১২ জনের মৃত্যু


আবহাওয়া.jpg

ফিলিপাইনে চলতি বছরের ‘সবচেয়ে শক্তিশালী’ টাইফুন রাইয়ের আঘাতে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে।


ফিলিপাইনে চলতি বছরের ‘সবচেয়ে শক্তিশালী’ টাইফুন রাইয়ের আঘাতে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার ( ১৭ ডিসেম্বর) দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এ তথ্য জানিয়েছে।

ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট কাউন্সিলের প্রধান নির্বাহী রিকার্ডো জালাদ বলেছেন, ‘এই অঞ্চলে এখনও পর্যন্ত পর্যবেক্ষণ করা বা প্রাথমিক হতাহতের সংখ্যা মোট ১২।’

সংস্থাটি জানিয়েছে, টাইফুনের আঘাতে গাছ উপড়ে গেছে, সেতু ও ভবন বিধ্বস্ত হয়েছে।

গ্রিনিচ মান সময় বৃহস্পতিবার ( ১৬ ডিসেম্বর) ভোর ৫টায় সুপার টাইফুন রাই ফিলিপিন্সে আঘাত হানে।

টাইফুনটির কেন্দ্রের কাছে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৯৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

এছাড়া ঘণ্টায় ২৪০ কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস বইতে পারে বলে জানিয়েছিল আবহাওয়া বিভাগ।

এখনও পর্যন্ত টাইফুনের আঘাতে ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণ পাওয়া যায়নি।

এইচএন