tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
রাজনীতি প্রকাশনার সময়: ২২ ডিসেম্বর ২০২৩, ২০:৫৮ পিএম

স্বাধীনতার পর সবচেয়ে অন্ধকার সময় পার করছে বাংলাদেশ : রাজিবুর রহমান


IMG_1340

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান বলেছেন,লাখো প্রাণের বিনিময়ে অর্জিত মহান স্বাধীনতা আজ বিপন্ন। স্বাধীনতার পর সবচেয়ে অন্ধকার সময় পার করছে বাংলাদেশ।


শুক্রবার (২২ ডিসেম্বর) ছাত্রশিবির আয়োজিত অদম্য মেধাবী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। আয়োজনে কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, কেন্দ্রীয় স্কুল সম্পাদক এবং ‘এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা-২৩'-এ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শিবির সভাপতি বলেন, সবাই বাংলাদেশকে প্রতিদিনই দেখছে। অদম্য মেধাবীদের সচেতন মন নিয়ে বাংলাদেশের দিকে তাকাতে হবে। তখন দেখবে বাংলাদেশ হেরে যাচ্ছে। ক্ষমতার নেশায় একটি সরকার দেশকে পরাধীন করে ফেলেছে। দেশকে অন্য দেশের করদরাজ্যে পরিণত করেছে। অবৈধ ক্ষমতা স্থায়ী করতে দেশকে কারাগারে পরিণত করেছে। দেশপ্রেমিক জনগণকে গায়েবি মামলা দিয়ে নির্বিচারে কারাগারে প্রেরণ করছে। মৃত ব্যক্তিদের নামেও মামলা ও জেল দেওয়া হচ্ছে। যারা ছিল এদেশের অহংকার, যারা দেশকে গড়তে অসামান্য অবদান রেখেছিলেন, তাদেরকে নাটক সাজিয়ে হত্যা করা হয়েছে। স্বাধীনতার পর সবচেয়ে অন্ধকার সময় পার করছে বাংলাদেশ।

আমরা মনে করি, দেশকে এই সংকটাপন্ন অবস্থা থেকে রক্ষা করতে একদল দেশপ্রেমিক মেধাবীকে এগিয়ে আসতে হবে। আমরা বিশ্বাস করি, সেই মেধাবীদের সংখ্যাগরিষ্ঠের প্রিয় ঠিকানা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

তিনি আরও বলেন, দেশকে মুক্ত করার জন্য আমরা মেধাবীদের প্রতি আহ্বান জানাচ্ছি। অদম্য মেধাবীদের দেশপ্রেমের ক্ষেত্রেও অদম্য হতে হবে। স্বাধীনতা রক্ষা, জনগণের অধিকার আদায় ও স্বৈরাচারের পতন নিশ্চিত করতে আরেকবার অদম্য হতে হবে। আমরা না পারলে জনগণ হেরে যাবে, সত্যের পরাজয় হবে।

আজকে যারা ক্ষমতায় বসে জুলুমতন্ত্র কায়েম করছে, সেই জায়গা দখল করতে হবে সত্যপন্থি মেধাবীদের। যে বিচারক ডিসি, এসপির আসনে বসে অবিচার করছে, সেই আসনে বসে সুবিচার নিশ্চিত করতে হবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, সত্যপন্থি মেধাবী তরুণরা দেশকে পরিবর্তন করার জন্য নিজেকে যোগ্য করে গড়ে তোলার সিদ্ধান্ত নিলে আগামী দিনে কাঙ্ক্ষিত বাংলাদেশ দেখব, ইনশাআল্লাহ।

ছাত্রশিবিরের লক্ষ্য একটি সুন্দর, নিরাপদ, ইনসাফপূর্ণ সোনার বাংলা গড়া। ছাত্রশিবির আপনাদের হাত ধরে দুনিয়া ও আখিরাতের সফলতার পথে এগিয়ে নিতে চায়। অদম্য মেধাবীদের পথচলায় ছাত্রশিবির সব সময় পাশে থাকবে, ইনশাআল্লাহ।

এমএইচ