tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
শিক্ষা প্রকাশনার সময়: ০২ জুলাই ২০২৪, ২১:৪০ পিএম

এইচএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত সাড়ে ১০ হাজার


image-280895-1719930964

এইচএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ছিলেন প্রায় সাড়ে ১০ হাজার শিক্ষার্থী। প্রথম দিনে বাংলা প্রথমপত্র পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৯ হাজার ৯৭০ জন।


মঙ্গলবার (২ জুলাই) বিকেলে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিন ৮টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষায় অংশ নেননি ১০ হাজার ৪৪০ জন পরীক্ষার্থী, যা প্রথম দিনের চেয়ে ৪৭০ জন বেশি। মাদরাসা বোর্ডের অধীনে অনুষ্ঠিত আলিম পরীক্ষায়ও প্রথম দিনের চেয়ে দ্বিতীয় দিনে অনুপস্থিতি বেড়েছে। তবে কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি (বিএম-বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষায় এদিন অনুপস্থিতি কমেছে।

বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, দ্বিতীয় দিনে ১ হাজার ৪৭২টি কেন্দ্রে এইচএসসির বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ১ হাজার ৪৬৯টি কেন্দ্রের তথ্য পেয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এসব কেন্দ্রে পরীক্ষার্থী ছিলেন মোট ৯ লাখ ৩২ হাজার ৫০৯ জন। তার মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ৯ লাখ ২২ হাজার ৬৯ জন। অনুপস্থিত ছিলেন ১০ হাজার ৪৪০ জন। অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার হয়েছেন ১৫ জন পরীক্ষার্থী এবং একজন পরিদর্শক।

সবচেয়ে বেশি ২ হাজার ৭৫৮ জন অনুপস্থিত ছিলেন ঢাকা বোর্ডে। সবচেয়ে কম ৭১৯ জন অনুপস্থিত ছিলেন ময়মনসিংহ বোর্ডে। এদিন সবচেয়ে বেশি ৫ জন বহিষ্কার হয়েছেন কুমিল্লা বোর্ডে।

মাদরাসা বোর্ডের তথ্যানুযায়ী, ৪২৬টি কেন্দ্রে আলিম পরীক্ষার্থী ছিলেন ৭৮ হাজার ২৭৮ জন। তাদের মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ৭৫ হাজার ৯ জন। অনুপস্থিত ৩ হাজার ২৬৯ জন। বহিষ্কার হয়েছেন ৪ জন।

প্রথম দিন আলিম পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ২ হাজার ৯৮৮ জন। সেই হিসাবে দ্বিতীয় দিনে অনুপস্থিতি বেড়েছে ২৮১ জন।

অন্যদিকে কারিগরি বোর্ডের অধীনে ৭০৭টি কেন্দ্রে ১ লাখ ৫ হাজার ১৩৫ জন পরীক্ষার্থী ছিলেন। তাদের মধ্যে পরীক্ষা দিয়েছেন ১ লাখ ৩ হাজার ৭৫১ জন। বাকি ১ হাজার ৩৮৪ জন অনুপস্থিত। এ বোর্ডের অধীনে মোট ১০ জন বহিষ্কার হয়েছেন।

প্রথম দিনে কারিগরি বোর্ডে অনুপস্থিত ছিলেন ২ হাজার ২৪৫ জন। সেই হিসাবে দ্বিতীয় দিনে কারিগরিতে অনুপস্থিতি কমেছে ৮৬১ জন।

এমএইচ