tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আইন আদালত প্রকাশনার সময়: ১৯ নভেম্বর ২০২৪, ২০:২৬ পিএম

হাইকোর্টের ৩ বিচারপতির পদত্যাগ


Justice_20241119_192857259

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের তিনজন বিচারপতি পদত্যাগ করেছেন। তাদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠার পর ২০১৯ সাল থেকে বিচারিক কার্যক্রম থেকে দূরে রাখা হয়েছিল।


মঙ্গলবার (১৯ নভেম্বর) রাষ্ট্রপতি বরাবর তারা পদত্যাগপত্র পাঠান বলে জানিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

পদত্যাগ করা বিচারপতিরা হলেন বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি এ কে এম জহিরুল হক।

আইন মন্ত্রণালয়ের সচিব (চলতি দায়িত্ব) শেখ আবু তাহের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, এই বিচারপতিরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান-এর ৯৬(৪) অনুচ্ছেদমতে মহামান্য রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদ ত্যাগ করেছেন। রাষ্ট্রপতি তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে উল্লেখ করা হয় প্রজ্ঞাপনে।

দুর্নীতি ও গুরুতর পেশাগত অসদাচরণের অভিযোগে ২০১৯ সালের ২২ আগস্ট হাইকোর্ট বিভাগে কর্মরত এই তিন বিচারপতিকে বিচারিক দায়িত্ব পালন থেকে অব্যাহতি দেয় সুপ্রিম কোর্ট প্রশাসন। রাষ্ট্রপতির সঙ্গে পরামর্শক্রমে তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এই সিদ্ধান্ত দেন। অব্যাহতি দেওয়ার পর সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে বলা হয়েছিল, তিন বিচারপতির বিরুদ্ধে অভিযোগ তদন্ত করে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে। আপিল বিভাগের তৎকালীন বিচারপতি (বর্তমানে অবসরে) মো. ইমান আলীর নেতৃত্বে গঠিত হয়েছিল তদন্ত কমিটি। কিন্তু এরপর তাদের বিষয়টি এভাবেই ঝুলেছিল।

চাকরিবিধি অনুযায়ী, বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ২০২৪ সালের ১৩ ডিসেম্বর, বিচারপতি কাজী রেজা-উল হক ২০২৫ সালের ২৮ নভেম্বর এবং বিচারপতি এ কে এম জহিরুল হক ২০২৬ সালের ৩১ জানুয়ারি অবসরে যাওয়ার কথা ছিল।

সূত্র জানায়, বিধিবহির্ভূতভাবে অধস্তন আদালতের মামলায় হস্তক্ষেপ করে ডিক্রি পাল্টে দেওয়ার অভিযোগ রয়েছে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহুরুল হকের বিরুদ্ধে। তারা হাইকোর্টে একটি দ্বৈত বেঞ্চে দায়িত্ব পরিচালনা করতেন। বিচারপতি এ কে এম জহিরুল হকের বিরুদ্ধে দেওয়ানি ও ফৌজদারি মামলায় অনিয়মের অভিযোগ রয়েছে।

এনএইচ