tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ১২ ডিসেম্বর ২০২২, ১৩:৫৩ পিএম

উত্তরাঞ্চলে বাড়ছে শীতের তীব্রতা


00

উত্তরের জেলা পঞ্চগড়ে বাড়ছে শীতের তীব্রতা। গত কয়েকদিনের ব্যবধানে এই জেলায় তাপমাত্রা নেমেছে ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে।


সোমবার (১২ ডিসেম্বর) সকাল ৯টার দিকে জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে এই তাপমাত্রা রেকর্ড করে। যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন বলে জানিয়েছে তারা।

এর আগে, রোববার (১১ ডিসেম্বর) একই সময়ে এখানে তাপমাত্রা রেকর্ড হয় ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

হিমালয়ের সবচেয়ে কাছে অবস্থান হওয়ায় সারা দেশের মধ্যে পঞ্চগড়ে শীতের তীব্রতা প্রতি বছরই বেশি থাকে। এবারো আগেভাগেই শীতের আগমনী বার্তা লক্ষ্য করা গেলেও দিনে প্রচণ্ড রোদের কারণে এখনো শীতের তীব্রতা তেমন দেখা যায়নি।

তবে রাত থেকে সকাল অবধি ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকছে বিভিন্ন এলাকা। দিনের বেলা ঝলমলে রোদ থাকলেও সন্ধ্যা হলেই গায়ে জড়াতে হচ্ছে গরম কাপড়।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যেবক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, ‘আজ সোমবার সকাল ৯টায় ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা চলতি শীত মৌসুমে দেশের সর্বনিম্ন। সামনের দিকে তাপমাত্রার আরও অবনতির আশঙ্কা রয়েছে।’ 

এন