tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ২৩ মার্চ ২০২৩, ১৭:১৬ পিএম

মুসলিম বিশ্বকে রমজানের শুভেচ্ছা জানালেন বাইডেন


Screenshot 2023-03-23 112725

পবিত্র মাহে রমজান উপলক্ষে মুসলিম বিশ্বকে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও তার স্ত্রী ফার্স্টলেডি জিল বাইডেন। স্থানীয় সময় দেয়া এক বার্তায় সারা বিশ্বের মুসলমানদের ‘রমজান করিম’ বলে তারা এ শুভেচ্ছা জানান।


সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর পাশাপাশি বিশ্বের আরও বেশকিছু দেশে বৃহস্পতিবার (২৩ মার্চ) থেকে রমজান শুরু হয়েছে। শুক্রবার (২৪ মার্চ) থেকে শুরু হবে অন্যান্য দেশে। মুসলিম সম্প্রদায়ের সিয়াম সাধনার মাস উপলক্ষে একদিন আগেই শুভেচ্ছা জানান মার্কিন প্রেসিডেন্ট।

বার্তায় তারা বলেন, ‘আজ (বুধবার) জিল ও আমি যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বের মুসলিম সম্প্রদায়কে শুভকামনা জানাচ্ছি। তারা ইবাদত-উপাসনা ও দান-সাদকার মাস পবিত্র রমজান শুরু করতে যাচ্ছেন।’

এছাড়া বার্তায় চীনের উইঘুর সম্প্রদায়, মিয়ানমারের রোহিঙ্গা ও সম্প্রতি তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের শিকার মানুষের প্রতি সংহতি প্রকাশ করেছেন প্রেসিডেন্ট বাইডেন। তিনি বলেন, নানা কষ্টকর ও মর্মান্তিক পরিস্থিতির শিকার মুসলিম সম্প্রদায়ের প্রতি যুক্তরাষ্ট্র তার সমর্থন পুনর্ব্যক্ত করছে।

বাইডেন আরও বলেন, ‘চীনের উইঘুরে বসবাসরত মুসলমান, বার্মার (মিয়ানমার) রোহিঙ্গাসহ বিশ্বজুড়ে যেসব জায়গায় মুসলিম সম্প্রদায়ের মানুষ নিপীড়নের মুখোমুখি হচ্ছেন, অংশীদারদের সঙ্গে নিয়ে তাঁদের প্রতি একাত্মতা প্রকাশ করছে যুক্তরাষ্ট্র।’

বার্তার পাশাপাশি পবিত্র রমজান উপলক্ষে টুইট করেও মুসলিমদের শুভেচ্ছা জানিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন। বৃহস্পতিবার (২৩ মার্চ) এক টুইট বার্তায় তিনি লেখেন, ‘দেশ-বিদেশের মুসলিম সম্প্রদায়ের মানুষদের কল্যাণ ও সমৃদ্ধি কামনা করছি আমি ও ফার্স্ট লেডি জিল বাইডেন। পবিত্র রমজানের শুভেচ্ছা।’

এমকে/এন