tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
অর্থনীতি প্রকাশনার সময়: ২২ নভেম্বর ২০২৪, ১২:৩৬ পিএম

তৃতীয়বারের মতো ‘সাফা গোল্ড অ্যাওয়ার্ড’ অর্জন করলো ওয়ালটন


walton-171124-01-1731859198

‘সেরা’ আর্থিক প্রতিবেদনের জন্য সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) এর গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছে ওয়ালটন।


এর মধ্য দিয়ে তৃতীয়বারের মত এ অ্যাওয়ার্ড পেল ইলেকট্রনিক্স পণ্যের এই বাংলাদেশি ব্র্যান্ড।

১১ নভেম্বর শ্রীলঙ্কার কলম্বোর এক হোটেলে ‘সাফা বেস্ট প্রেজেন্টেড অ্যানুয়াল রিপোর্ট অ্যাওয়ার্ড’, ‘ইন্টিগ্রেটেড রিপোটিং অ্যাওয়ার্ড’ এবং ‘সার্ক এনিভার্সারি অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানের আয়োজনে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজকে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়।

অনু্ষ্ঠানে সাফার সভাপতি হেসানা কুরুপ্পু’র এ পুরস্কার তুলে দেন ওয়ালটনের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ফিন্যান্সিয়াল অফিসার মো. জিয়াউল আলম এবং ডেপুটি কোম্পানি সেক্রেটারি মো. এনামুল হকের হাতে।

শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পি নন্দলাল বীরাসিংহ, সাফার স্থায়ী সচিব জয়কুমার বাত্রা, ওয়ালটনের গ্লোবাল বিজনেস শাখার ভাইস-প্রেসিডেন্ট আব্দুর রউফসহ বিভিন্ন কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পুরস্কারপ্রাপ্তির প্রতিক্রিয়ায় জিয়াউল আলম বলেন, “ওয়ালটন আন্তর্জাতিক হিসাবরক্ষণ নীতি এবং দেশীয় সকল আইন মেনে স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছে, তারই স্বীকৃতি হিসেবে সাফার গোল্ড অ্যাওয়ার্ড অর্জন।

“এটা শুধু ওয়ালটন পরিবারের অর্জন নয়; এই অর্জন সমগ্র বাংলাদেশের। এ ধরনের একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কাছ থেকে পুরস্কারপ্রাপ্তি ওয়ালটনের দায়িত্ব আরো বাড়িয়ে দিয়েছে।”

সাফা হচ্ছে সার্কভুক্ত দেশগুলোর অ্যাকাউন্টিং পেশার মান উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাওয়া একটি প্ল্যাটফর্ম, যা ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয়।

এবার ম্যানুফ্যাকচারিং ক্যাটাগরিতে ওয়ালটন যৌথভাবে গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছে ।

এফএইচ