tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
রাজনীতি প্রকাশনার সময়: ১২ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৪৮ পিএম

দেশের সব মহানগরে বিএনপির পদযাত্রা ১৮ ফেব্রুয়ারি


বিএনপি

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ, খালেদা জিয়ার মুক্তি ও সংসদ বাতিল করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দাবিতে আগামী শনিবার (১৮ ফেব্রুয়ারি) দেশের সব মহানগরে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।


রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর শ্যামলী ক্লাব মাঠের সামনে ঢাকা উত্তর বিএনপির পদযাত্রাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এ কর্মসূচি ঘোষণা করেন।

খন্দকার মোশাররফ বলেন, বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল, তেল, আটা, লবণসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদ, খালেদা জিয়ারসহ কারাবন্দিদের মুক্তি দাবি, সরকারের পদত্যাগ, সংসদ বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দাবিতে আগামী ১৮ ফেব্রুয়ারি সব মহানগরে পদযাত্রা ঘোষণা করছি।

বিএনপিসহ চলমান যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া সমমনা অন্য দলগুলো এই পদযাত্রা কর্মসূচি পালন করবে জানিয়ে তিনি বলেন, ওইদিন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে পৃথক পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হবে।

পদযাত্রা কর্মসূচি পালনের মাধ্যমে আগামী দিনের বৃহত্তর আন্দোলনের প্রস্তুতির আহবান জানান ড. খন্দকার মোশাররফ।

সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিকেল ৩টার দিকে শ্যামলী ক্লাব মাঠ থেকে ঢাকা উত্তর বিএনপির পদযাত্রা কর্মসূচি শুরু হয়। রিং রোড-শিয়া মসজিদ-তাজমহল রোড-নুরজাহান রোড-বিআরটিসি বাসস্ট্যান্ড মোড়-আল্লাহ করিম মসজিদ হয়ে বসিলা সাতরাস্তা মোড় গিয়ে পদযাত্রা শেষ হয়।

গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে আজ দুপুর ২টায় পদযাত্রা কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও দুপুর ১টার পর থেকেই নেতাকর্মীরা ক্লাব মাঠে এসে জড়ো হতে থাকেন।

এসময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দেন। এছাড়া আটক নেতাকর্মীদের মুক্তির দাবি জানানো হয়। নেতাকর্মীদের হাতে শোভা পায় ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড। খণ্ড খণ্ড মিছিল নিয়ে শ্যামলী ক্লাব মাঠে এসে জড়ো হন নেতাকর্মীরা।

পদযাত্রা কর্মসূচিতে নেতৃত্ব দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ইকবাল হাসান মাহমুদ টুকু, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান ও সদস্য সচিব আমিনুল হক।

এমআই