tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
রাজনীতি প্রকাশনার সময়: ২১ মার্চ ২০২৪, ২০:০১ পিএম

ঈদে মোটরসাইকেলে নজরদারি : সেতুমন্ত্রী


kade

ঈদের সময় সড়কে দুর্ঘটনা এড়াতে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংশ্লিষ্ট দপ্তর প্রধানদের বিভিন্ন নির্দেশনা দিয়ে বলেছেন, পবিত্র ঈদুল ফিতরের সময় সর্বসাধারণের যাতায়াত নির্বিঘ্ন করতে দেশের মহাসড়কগুলোতে ঈদের তিন দিন আগে ও পরে ট্রাক-লরি চলাচলে বন্ধ থাকবে।


এসময় মহাসড়কে থ্রি-হুইলারের পাশাপাশি মোটরসাইকেল চলাচলেও নজরদারি থাকবে।

বৃহস্পতিবার (২১ মার্চ) রাজধানীর বনানীতে বিআরটিএ ভবনে আয়োজিত এক সভায় এসব নির্দেশনা দেন সেতুমন্ত্রী।

এসময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘দেশে দুর্ঘটনার শেষ নেই। এখানে থ্রি-হুইলার, মোটরসাইকেল, বেপরোয়া ড্রাইভিং—সবকিছু মিলিয়ে দুর্ঘটনা ঘটছে। ঈদযাত্রায় থ্রি-হুইলার ও মোটরসাইকেল সবচেয়ে বড় উপদ্রব। দুর্ঘটনা এড়াতে আমাদের এবার কঠোর কিছু সিদ্ধান্ত নিতে হয়েছে। দেশের ২২টি সড়ক-মহাসড়কে এসব চলাচল নিষিদ্ধ করা হলেও তা কার্যকর হচ্ছে না। এখানে হাইওয়ে পুলিশ ও বিআরটিএর সক্ষমতা বাড়াতে হবে।’

মন্ত্রী বলেন, ‘ঈদযাত্রায় গাড়ি চলাচল সচল রাখতে ঈদের আগে-পরে পাঁচদিন স্টেশন খোলা রাখতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। ঈদের সময় অতিরিক্ত ভাড়া আদায় করলে দায়িদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’