tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
অপরাধ প্রকাশনার সময়: ০২ অগাস্ট ২০২৩, ১৭:৪৩ পিএম

তারেক-জোবায়দার সাজার রায় ফরমায়েশি: আসামিপক্ষের আইনজীবী


৯

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জোবায়দা রহমানের রায়ের বিষয়ে দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বলেছেন, এটা একটা রাজনৈতিক সাজা, সরকারের ফরমায়েশি রায়।


বুধবার (২ আগস্ট) বিকেলে রায় ঘোষণার পর ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সামনে এ কথা বলেন তিনি। এর আগে আদালত সামনে বিক্ষোভ ও জুতা মিছিল করেন বিএনপিপন্থি আইনজীবীরা।

মাসুদ আহমেদ তালুকদার বলেন, এটা একটা রাজনৈতিক সাজা। তারেক রহমান ও জোবায়দা রহমান এ মুহূর্তে বাংলাদেশে নেই। আদালতে ছিলেন না। আমরা এ মামলায় এ দেশের আইনের অনুসারী। একদিন আপিল করবো এবং সেই আপিলে প্রমাণ করে ছাড়বো সরকারের ফরমায়েশি রায়।

তিনি বলেন, তারেক রহমান ও জোবায়দা রহমান বাংলাদেশে আসবেন। উনারা আসার সঙ্গে সঙ্গে আমরা এ মামলায় আপিল করবো। উনারা বাংলাদেশে নেই, তাই আপাতত আমরা আপিল করবো না।

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ৯ বছর ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

এমআই