tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ২৪ জানুয়ারী ২০২৪, ২০:০১ পিএম

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, দোকানিকে লাখ টাকা জরিমানা


fine-20240124194500

অস্বাস্থ্যকর পরিবেশ খাবার তৈরি, মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ, রান্না করা খাবার ও কাঁচা মাংস একসঙ্গে ফ্রিজে সংরক্ষণের দায়ে চট্টগ্রাম নগরের একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।


বুধবার (২৪ জানুয়ারি) নগরের এনায়েত বাজার এলাকার রয়েল বাংলা সুইটস নামে ওই প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে বাংলাদেশ নিরাপদ খাদ্য অধিদপ্তর।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুস সোবহান বলেন, রয়েল বাংলা সুইটস নামের একটি দোকানকে বিভিন্ন অপরাধে নিরাপদ খাদ্য আইন ২০১৩ অনুসারে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটনের নিরাপদ খাদ্য অফিসার মোহাম্মদ বশির আহম্মেদ বলেন, রয়েল বাংলা সুইটসে নানা অনিয়ম পাওয়া গেছে। সেখানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করা হচ্ছিল। মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও লেভেল ছাড়া উপাদান ব্যবহারসহ একাধিক অভিযোগে তাদেরকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বি বৃ তি