tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
রাজনীতি প্রকাশনার সময়: ১১ এপ্রিল ২০২২, ১৩:০৬ পিএম

ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার করা পুলিশের দায়িত্ব : তথ্যমন্ত্রী


তথ্যমন্ত্রী

বিএনপির কিছু নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা আছে জানিয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ওয়ারেন্টভুক্ত এসব আসামি প্রেসক্লাবের সামনে, নয়াপল্টনের সামনে মিছিলে মিটিংয়ে বক্তৃতা করছেন। ওয়ারেন্টভুক্ত আসামি যখন পুলিশের নাকের ডগায় আস্ফালন করে, তখন তাদের গ্রেফতার করা পুলিশের দায়িত্ব।


রবিবার (১০ এপ্রিল) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রেস কাউন্সিলের চেয়ারম্যানের কাছ থেকে কাউন্সিলের বার্ষিক প্রতিবেদন ২০২০ গ্রহণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এসব কথা বলেন।

বিএনপি মহাসচিবের অভিযোগ- সরকার বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিচ্ছে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন দফতর সম্পাদক সেবীকা রানী, দি ডেইলি অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, দৈনিক যুগান্তর সম্পাদক সাইফুল আলম, দৈনিক প্রভাতের সম্পাদকমণ্ডলীর সভাপতি মুজাফফর হোসেন পল্টু, বাংলা একাডেমির মহাপরিচালক মুহাম্মদ নুরুল হুদা, ঢাকা-১০ আসনের সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিন, দৈনিক জাতীয় অর্থনীতির সম্পাদক এস এম কিবরিয়া চৌধুরী এবং সচিব শাহ আলম এসময় উপস্থিত ছিলেন।

এইচএন