tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
রাজনীতি প্রকাশনার সময়: ২৭ ডিসেম্বর ২০২৩, ১৮:১৩ পিএম

সরকারের তামাশার নির্বাচন নিয়ে জনগণের কোনো আগ্রহ নেই : ড. হেলাল উদ্দিন


Photo Press leaflets to boycott elections (JDCS 27 Dec 2023) (1)

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, আওয়ামী স্বৈরাচারী সরকার আগামী ৭ জানুয়ারি নীল নকশার একতরফার নির্বাচন অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। যেখানে নির্বাচনের নামে প্রহসন ও তামাশার নাটক মঞ্চস্থ হতে চলেছে। ফ্যাসিস্ট সরকারের একতরফা তামাশার এই নির্বাচন নিয়ে জনগণের কোনো আগ্রহ নেই ।


ইতোমধ্যেই বাংলাদেশের সকল বিরোধী রাজনৈতিক দল এই ফ্যাসিস্ট সরকারের প্রহসনের নির্বাচনকে বর্জন করেছে। এই ডামি প্রার্থীর ডামি নির্বাচন বর্জন ও বিরোধী দলসমূহের গণআন্দোলনে জনমত তৈরির লক্ষ্যে আমরা গণসংযোগ অব্যাহত রেখেছি। রাজধানী ঢাকা সহ সারাদেশে জামায়াতে ইসলামীর পক্ষ হতে লিফলেট বিতরণ করছি।

বুধবার (২৭ ডিসেম্বর ) বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের শাহজাহানপুর থানার উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণকালে এসব কথা বলেন।

তিনিবলেন , জাতির মুক্তির জন্য, নিজেদের অধিকার আদায়ের জন্য ৭ই জানুয়ারির নির্বাচনে নিজেরা ভোট প্রদান থেকে বিরত থাকবেন এবং আশেপাশের সকল জনগণকে ভোট দান থেকে বিরত থাকার আহ্বান জানাবেন। একইসাথে প্রহসনের এই নির্বাচন রুখে দিয়ে স্বৈরাচার সরকারের পতন ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার গণআন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্য তিনি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।

কেন্দ্র ঘোষিত কর্মসূচির আলোকে ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের গণআন্দোলনের অংশ হিসেবে প্রহসনের নির্বাচন বর্জন ও ভোট প্রদান থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য সৈয়দ সিরাজুল ইসলাম, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য আবু আম্মার, সারোয়ার হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

পুরান ঢাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ : প্রহসনের নির্বাচন বর্জন ও ভোট প্রদান থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে রাজধানীর পুরান ঢাকার সদরঘাট, ইসলামপুর সহ বিভিন্ন স্পটে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেনের নেতৃত্বে এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য এম আর আজাদ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

রাজধানীর সবুজবাগে লিফলেট বিতরণ : বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সবুজবাগ থানার উদ্যোগে কেন্দ্র ঘোষিত কর্মসূচির আলোকে আজ ২৭ ডিসেম্বর বুধবার প্রহসনের নির্বাচন বর্জন ও ভোট প্রদান থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বাসাবো কদমতলা এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য শামছুর রহমানের নেতৃত্বে আরোও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য মাওলানা আবু মাহি, জামায়াত নেতা মো. ফায়জুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

যাত্রাবাড়ীতে গণসংযোগ ও লিফলেট বিতরণ : কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের যাত্রাবাড়ী থানার বিভিন্ন স্পটে আজ গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ড. মোবারক হোসাইনের নেতৃত্বে গণসংযোগ ও লিফলেট বিতরণে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য মাওলানা আবুল হোসেন, মাওলানা সাদেক বিল্লাহ, থানা কর্মপরিষদ সদস্য এডভোকেট মাসুদুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ডেমরা থানায় লিফলেট বিতরণ : কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ডেমরা থানার বিভিন্ন স্পটে আজ বুধবার সকালে লিফলেট বিতরণ করা হয়। ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য ইঞ্জিনিয়ার এম. ডি আলীর নেতৃত্বে এসময় আরও উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য কামারাম মুনীর ফুয়াদ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

শাহবাগ থানায় লিফলেট বিতরণ : জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ রাজধানীর শাহবাগ থানার হাতিরপুল ও পরিবাগসহ বিভিন্ন স্পটে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য এডভোকেট শাহ মো. মাহফুজুল হকের নেতৃত্বে আরও উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি মেছবাহ উদ্দীন সায়েম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

ধানমন্ডিতে গণসংযোগ ও লিফলেট বিতরণ : নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে আজ সকালে রাজধানীর ধানমন্ডি থানার রায়েরবাজার হাইস্কুল, শেরে বাংলা সড়ক সহ বিভিন্ন স্পটে গণসংযোগ ও লিফলেট বিতরণ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ধানমন্ডি থানার নেতাকর্মীরা। ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য মোহাম্মদ আলীর নেতৃত্বে আরও উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্যবৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

শ্যামপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ : কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে প্রহসনের নির্বাচন বর্জন ও ভোট প্রদান থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে রাজধানীর শ্যামপুর থানার বিভিন্ন স্পটে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। শ্যামপুর থানা সেক্রেটারি কামরুল হাসানের নেতৃত্বে এসময় আরও উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য ইব্রাহিম খলিলুল্লাহ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়াও রাজধানীর পল্টন, মতিঝিল, হাজারীবাগ, খিলগাঁও, রমনা, মুগদা, বংশাল, চকবাজার, নিউমার্কেট, কামরাঙ্গীরচর, কদমতলী, গেন্ডারিয়া, সূত্রাপুর, ওয়ারী সহ ঢাকা মহানগরী দক্ষিণের ৬৮টি সাংগঠনিক থানায় বিভিন্ন স্পটে গণসংযোগ ও লিফলেট বিতরণ করে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।

প্রেস বিজ্ঞপ্তি